গোলাপি সারফেইস ল্যাপটপ ২ আনলো মাইক্রোসফট

সারফেইস ল্যাপটপ ২-এর নতুন আরেকটি রঙ উন্মোচন করেছে মাইক্রোসফট। শুধু চীনা গ্রাহকদের জন্যই ডিভাইসটিতে আনা হয়েছে গোলাপি রঙ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 06:28 PM
Updated : 15 Oct 2018, 06:29 PM

মাইক্রোসফটের পক্ষ থেকে এই রঙকে বলা হচ্ছে ‘ব্লাশ’। সোমবার চীনের বেইজিংয়ে এই রঙের সারফেইস ল্যাপটপ উন্মোচন করে মার্কিন প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

চলতি মাসের শুরুতেই নতুন সারফেইস ল্যাপটপ ২ উন্মোচন করেছে মাইক্রোসফট। সারফেইস ল্যাপটপে প্রথমবারের মতো কালো রঙও আনা হয়েছে। এবার বিশেষভাবে চীনের জন্য ডিভাইসটির আলাদা রঙ আনলো মাইক্রোসফট।

অষ্টম প্রজন্মের ইনটেল প্রসেসরের সঙ্গে আগের চেয়ে বেশি র‍্যাম রাখা হয়েছে নতুন সারফেইস ল্যাপটপ ২তে। মাইক্রোসফটের দাবি আগের চেয়ে ৮৫ শতাংশ দ্রুত কাজ করবে নতুন ১৩.৫ ইঞ্চি ল্যাপটপটি।

সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের ম্যাকবুক এয়ারের চেয়ে বেশি প্রিমিয়াম সারফেইস ল্যাপটপ ২। আর এতে যোগ হয়েছে টাচ স্ক্রিন।

ঠিক কবে নাগাদ চীনা বাজারে সারফেইস ল্যাপটপ ২-এর ব্লাশ সংস্করণ বাজারে আসবে তা নিশ্চিত করে বলা হয়নি। তবে, ইতোমধ্যেই এই সংস্করণটির প্রি-অর্ডার শুরু হয়েছে দেশটিতে।