মডেল ৩ উৎপাদন ফের  টেসলা’র নাগালের বাইরে

আবারও মডেল ৩-এর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে টেসলা। বছরের তৃতীয় প্রান্তিকের প্রথম দুই সপ্তাহে ৭৪০০টি মডেল ৩ উৎপাদন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 11:01 AM
Updated : 13 Oct 2018, 11:01 AM

বিষয়টির সঙ্গে জড়িত এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে টেসলা’র উৎপাদন সংখ্যা জানিয়েছে ইলেকট্রেক। হিসাব অনুযায়ী সপ্তাহে ৩৭০০টি মডেল ৩ উৎপাদন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি, যেখানে তাদের লক্ষ্যমাত্রা ছিল সপ্তাহে ৫০০০।

প্রান্তিকের শুরুতে উৎপাদনে কিছুটা ধীর গতি থাকবে এমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইলেকট্রেক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রথম দুই সপ্তাহে সব মিলিয়ে ১১৫০০টি গাড়ি বানিয়েছে টেসলা।

মডেল ৩-এর উৎপাদন নিয়ে আগে থেকেই লড়াই করে আসছে টেসলা। ২০১৭ সালের শেষ থেকেই সপ্তাহে মডেল ৩ উৎপাদনে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা ছিল ৫০০০।

লক্ষ্যমাত্রা ৫০০০ থাকলেও তা চলতি বছরের  দ্বিতীয় প্রান্তিকের আগে তা পূরণ করতে পারেনি টেসলা। দ্বিতীয় প্রান্তিকের শেষ দিকে সপ্তাহে ৫০০০ মডেল ৩ উৎপাদন করেছে তারা। এবার নতুন প্রান্তিকে লক্ষ্যমাত্রা থেকে আবারও নেমে গেলো প্রতিষ্ঠানটি।

তৃতীয় প্রান্তিকে ইতোমধ্যেই বিশ্লেষকের ধারণার চেয়ে বেশি গাড়ি সরবরাহ করেছে টেসলা।

এ বিষয়ে জানতে সিএনবিসি’র পক্ষ থেকে টেসলা’র সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।