ডেটিং অ্যাপ বাম্বলে ‘আসছেন’ প্রিয়াংকা চোপড়া

না, তিনি ওই অ্যাপের মাধ্যমে সঙ্গী খুঁজছেন না, বরং এর মালিকদের একজন হয়ে উঠছেন। ডেটিং অ্যাপ বাম্বল-এ তিনি বিনিয়োগ করবেন। চলতি বছরের শেষে বাম্বল ভারতে নিজেদের ব্যবসা বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 09:37 AM
Updated : 4 Oct 2018, 09:40 AM

ভারতীয় এই অভিনেত্রী বাম্বলে ভারতীয় অংশের একজন উপদেষ্টা হিসেবেও কাজ করবেন বলে উল্লেখ করা হয়েছে বিবিসির’র প্রতিবেদনে।

বাম্বল অ্যাপটিতে দুই ব্যবহারকারীর মধ্যে ম্যাচ হওয়ার পর আলাপচারিতা শুরু করার ক্ষমতাটা নারীর হাতেই থাকে। ম্যাচ হলেও কোনো পুরুষ আগে আলাপচারিতা শুরু করতে পারেন না। 

ভারতে ডেটিং অ্যাপ ব্যবহারে নারীদের নিরাপদ বোধ করানোর লক্ষ্য বাম্বল এই পরিসর বৃদ্ধির দিকে আগাচ্ছে।

বাম্বলের পক্ষ থেকে বলা হয়, প্রিয়াংকা চোপড়া এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির ‘অংশীদার, উপদেষ্টা ও বিনিয়োগকারী হবেন।” বাম্বলের বিবৃতিতে প্রিয়াংকার একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। “আমি সবসময় বিশ্বাস করি যে, নারীদের জন্য বিনিয়োগ সামাজিক রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতির মূল।”

“নারীরা ভালোবাসা চায়, তারা বন্ধুত্ব চায় আর তারা একটি ক্যারিয়ারের সন্ধান চায়, আর বাম্বল যে সেবা দেয় তার মধ্যে অনন্যতাও এটি।” তার ব্যবস্থাপক আঞ্জুলা আচারিয়াও বাম্বল-এর একজন উপদেষ্টা বলে জানান প্রিয়াংকা।

২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাব পাওয়া প্রিয়াংকা চোপড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি কোডিং স্কুলেও বিনিয়োগ করেছেন। ভারতে তারকাখ্যাতি অর্জনের পর তিনি হলিউডেও কাজ করা শুরু করেন।

২০১৭ সালে টাইম ম্যাগাজিনের করা বিশ্বের ১০০ শীর্ষ প্রভাবশালী মানুষের তালিকা ও আরেক মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় জায়গা পান প্রিয়াংকা। বর্তমানে তিনি ইউনিসেফ-এর একজন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।