নতুন প্রধান আনছে ফ্লিপকার্ট

নতুন প্রধান নির্বাহী আনার কথা বিবেচনা করছে ওয়ালমার্ট অধীনস্থ ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপকার্ট গ্রুপ। ঘটনার সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে এ খবর প্রকাশ করেছে মিন্ট ডেইলি। বর্তমানে এই গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিনি বানশাল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 05:21 PM
Updated : 24 Sept 2018, 05:21 PM

ফ্লিপকার্ট গ্রুপের প্রধান নির্বাহী প্রার্থীদের মধ্যে অন্যতম হচ্ছে প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কল্যান কৃশনামুরথি, দৈনিকটির বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।  

এই গ্রুপের প্রধান নির্বাহীর দৌড়ে অভ্যন্তরীণ ও বাইরের, দুই ক্ষেত্রের প্রার্থীদেরই বিবেচনা করছে ওয়ালমার্ট। 

বানশাল সক্রিয়ভাবে গ্রুপের দৈনিক কাজে যুক্ত না থাকায় গ্রুপের জন্য নতুন প্রধান নির্বাহী আনার কথা বিবেচনা করছে ফ্লিপকার্ট। নতুন প্রধান নির্বাহী আসার পর বানশাল এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে থাকবেন।

২০১৭ সালের জানুয়ারিতে ফ্লিপকার্ট প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন কৃশনামুরথি।

চলতি বছর মে মাসে মার্কিন খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট প্রায় ১৬০০ কোটি ডলারের বিনিময়ে ফ্লিপকার্ট-এর ৭৭ শতাংশ শেয়ার কিনে নেয়। 

শীর্ষ পদে পরিবর্তন আনা নিয়ে ফ্লিপকার্ট-এর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।