মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করাবে অ্যাপল ওয়াচ

পাসওয়ার্ড ছাড়াই অ্যাপল ওয়াচ দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করার সুযোগ দিয়েছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 06:10 PM
Updated : 28 August 2018, 06:10 PM

এর আগে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘অথেনটিকেটর’ অ্যাপ দিয়ে এই সুবিধা চালু করে মাইক্রোসফট। এর মাধ্যমে কোনো পাসওয়ার্ড ছাড়া ফোনের মাধ্যমে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন গ্রাহক।

এবার অ্যাপল ওয়াচেও একই সমর্থন এনেছে মাইক্রোসফট। সাধারণত যেসব মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসওয়ার্ড, পিন বা বায়োমেট্রিক যাচাইকরণ দরকার হয় সেসব অ্যাকাউন্টে সরাসরি অ্যাপল ওয়াচ দিয়ে প্রবেশ করতে পারবেন গ্রাহক।

অ্যাপল ওয়াচ দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের সময় ঘড়িতে পুশ নোটিফিকেশন দেওয়া হবে। গ্রাহক এতে অনুমোদন দিলে মাইক্রোসফট অ্যাকাউন্ট আনলকড হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

গ্রাহক যদি আগে থেকেই আইফোনে অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সহজেই তার ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রের অ্যাকাউন্ট অ্যাপল ওয়াচে নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

আপাতত পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। কয়েক সপ্তাহের মধ্যে সব গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।