ফের অগ্নিকাণ্ড টেসলা কারখানায়

কারখানায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 06:38 PM
Updated : 23 June 2018, 06:38 PM

অগ্নিকাণ্ডে কারখানার একটি কার্ডবোর্ড বেইলিং মেশিন ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

এই কারখানাতেই মডেল ৩ গাড়ি উৎপাদন করে টেসলা। এর আগেও কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই কারখানায়।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “কারখানার বাইরে যেখানে কার্ডবোর্ড, কাঠ এবং অন্যান্য কাগজের পণ্য রিসাইকল করা হয় সেখানে আগুন লাগে। এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত আগুন নেভানোর জন্য আমরা ফ্রেমন্ট অগ্নিনির্বাপন বিভাগকে ধন্যবাদ জানাতে চাই। আমরা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছি।”

টেসলা জানায়, প্রতিষ্ঠানের জিএ৪ উৎপাদন লাইনের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই এবং এতে প্রতিষ্ঠানের উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।

বর্তমানে মডেল ৩ গাড়ির উৎপাদন বাড়াতে চাপের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। উৎপাদন বাড়াতেই নতুন জিএ৪ লাইন চালু করেছে টেসলা।

আগের সপ্তাহের রোববারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে টেসলা কারখানায়। এতে কয়েক ঘন্টার জন্য প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রাখা হয়।

প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, রোববারের আগে ২০১৪ সাল থেকে শুরু করে অন্তত চারবার আগুন লেগেছে তাদের রঙের বিভাগে। এর মধ্যে এপ্রিলের অগ্নিকাণ্ড এতোটাই গুরুতর ছিল যে প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া কয়েক শিফটের জন্য বন্ধ ছিল।