টেলিগ্রাম প্রেম: ফাঁসলো গুগল

টেলিগ্রাম-এর সংকেতায়িত মেসেজিং সেবা ইতোমধ্যেই নিষিদ্ধ ও বন্ধ দিয়েছে রাশিয়া। কিন্তু এই নিষেধাজ্ঞা এড়াতে প্রতিষ্ঠানটিকে নাকি সহায়তা করছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল, এমন অভিযোগে গুগলের কিছু সেবাও বন্ধ করে দেওয়া শুরু করেছে দেশটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 03:24 PM
Updated : 23 April 2018, 03:24 PM

রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর-এর পক্ষ থেকে শনিবার বলা হয়, আদালতের আদেশ থাকা সত্ত্বেও গুগল টেলিগ্রাম-কে ঠেকানর অনুরোধ মেনে চলছে না। মার্কিন ওয়েব জায়ান্টটির আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করে রাশিয়ায় অ্যাপটির পরিচালনা অব্যাহত থাকা গুগল বন্ধ করছে না বলেও দাবি সংস্থাটির।

সংস্থাটি বলে, তারা এ কারণে গুগল মালিকানাধীন কয়েকটি আইপি অ্যাড্রেস দেশটির নিষিদ্ধ ইন্টারনেট সেবাগুলোর তালিকায় যোগ করেছে।  

সোমবার গুগলের জিমেইল আর অন্যান্য সেবায় প্রবেশ করতে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন বলে অভিযোগ করেছেন রাশিয়ার ব্যবহারকারীরা, খবর সিএনএন-এর।

গুগলের এক মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি এসব অভিযোগ সম্পর্কে অবহিত আর তারা এই পরিস্থিতি নিয়ে তদন্ত করছে।   

চলতি মাসের শুরুতে রাশিয়া টেলিগ্রাম অ্যাপটিকে নিষিদ্ধ করে। এরপর গেল সপ্তাহে রসকমনাদজর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আর গুগল-কে তাদের অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।