ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি কি হ্যাকড ছিল?

ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি হ্যাকিংয়ের কবলে পড়েছিল কি না তা এখন দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে সাইটটি অকার্যকর হলে ঘটনাটি দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হতে শুরু করে।

আইরিন সুলতানাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 01:14 PM
Updated : 20 April 2018, 03:00 PM

সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া ডট এনআইসি ডটআই ওয়েবসাইটটির অকার্যকর হওয়া নিয়ে আদালত কর্তৃপক্ষ থেকে বলা হয়, ওয়েবসাইটটি উদ্ধারে সব রকম চেষ্টা করা হচ্ছে।

এদিকে ওয়েবসাইটের ওই ঠিকানায় ব্রাজিলের হ্যাকার দলের দেওয়া বার্তার একটি স্ক্রিনশট সোশাল মিডিয়ায় প্রকাশ হতে দেখা যায়।  

“হ্যাকেডো পোর হাইটেক ব্রাজিল হ্যাকটিম” অর্থ্যাৎ “হ্যাকড বাই ব্রাজিল হ্যাকটিম” -  ওয়েবসাইটে একটি গাঁজা পাতার ছবি দিয়ে এই ছিল হ্যাকার দলের বার্তা।

ওয়েবসাইট অকার্যকর হওয়ার ঘটনার ওই সময় ভারতের সিবিআই বিচারক ব্রিজমোহান হারিকিষান লোয়ার মৃত্যুর ঘটনা তদন্তের একটি আবেদন  খারিজ করছিল দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

এই দুটি ঘটনার যোগসূত্র নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে কোনো কোনো খবরে।

পরে ওয়েবসাইটটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হলেও এটি হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছিল কি না তা খোলাসা করতে কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে।