হ্যাকিংয়ের শিকার এনএইচএস

ডিফেসিং হামলার শিকার রোগীদের তথ্য নিয়ে বানানো যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটিতে কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে হ্যাকাররা। এর সঙ্গে ছিল ভুতুড়ে সঙ্গীত এবং সাদা রঙে লেখা বার্তা “হ্যাকড বাই অ্যানোয়াগোস্ট”।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 07:38 AM
Updated : 19 April 2018, 11:20 AM

‘ইনসাইটস ডট লন্ডন ডট এনএইচএস ডট ইউকে’ ওয়েবসাইটটি পরে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিবেদন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কেভিন ব্যোমন্ট এই হ্যাকিং শনাক্ত করেন। গত মঙ্গলবার বিকালে ওয়েবসাইটের স্ক্রিনশটসহ একটি টুইট বার্তায় তা প্রকাশ করেন তিনি।

অবশ্য এর কয়েক ঘণ্টা পরই বার্তাটি সরিয়ে ফেলা হয়।

ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএসের ওই সাইটটিতে রোগীর চিকিৎসা সম্পর্কিত তথ্য ছিল।

কিছু স্ক্রিনশট থেকে ধারণা করা হচ্ছে ওই ওয়েবসাইটটি অন্তত পাঁচ দিন ধরে আক্রান্ত অবস্থায় ছিল।

অবশ্য এনএইচএসের পক্ষ থেকে কী ঘটেছিল তা নিয়ে সুষ্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয় মূল সংস্থাটির কারিগরি পরামর্শক এনএইচএস ডিজিটালের সঙ্গে। এরপরই ওই বার্তাটি সরানো হয় বলে দাবি করা হয় ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে। 

এনএইচএস ডিজিটালের মুখপাত্র বিবিসিকে বলেন, “আমরা এ বিষয়ে অবগত। ওয়েবসাইটি পুনরুদ্ধারে ওয়েবসাইট কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে।”

 “প্রাথমিক দুর্বলতা কাটিয়ে উঠতে আমরা ওয়েবসাইট কর্তৃপক্ষকে সহযোগিতা করবো”