উইন্ডোজ ১০ আপডেট পেছালো মাইক্রোসফট

আগের সপ্তাহেই উইন্ডোজ ১০-এ বড় আপডেট আনার কথা ছিল মাইক্রোসফটের। শেষ মুহূর্তে ত্রুটির কারণে তারিখ পিছিয়েছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 12:23 PM
Updated : 17 April 2018, 12:23 PM

এই আপডেটের ছদ্মনাম বলা হচ্ছিল ‘রেডস্টোন ৪’। এপ্রিলের ১০ তারিখ আপডেট উন্মুক্ত করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। কিন্তু বাগ থাকায় আগের ‘বিল্ড’-এর ত্রুটি না সেরে আবার নতুন ‘বিল্ড’ বানাচ্ছে তারা-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

মাইক্রোসফটের ডোনা সাকার বলেন, “কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বাসযোগ্যতার বিষয়গুলো পিসিতে উচ্চহারে ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ এর মতো সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যাগুলো ঠিক করতে কিউমুলেটিভ আপডেট প্যাকেজ তৈরির পরিবর্তে আমরা নতুন বিল্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যে ত্রুটিও ঠিক করা হবে।”

ভার্জের প্রতিবেদনে বলা হয় এই আপডেটটিই হবে উইন্ডোজ ১০ এর পরবর্তী বড় আপডেট।

নতুন এই আপডেটে টাইমলাইন, এইচডিআর সমর্থন এবং নকশা পরিবর্তন করা হবে।

নতুন বিল্ডের এই আপডেটের ছদ্মনাম বলা হচ্ছে ‘রেডস্টোন ৫’। চলতি বছরের শেষ দিকে আপডেটটি উন্মোচন করা হতে পারে।