র‍্যানসমওয়্যারে আক্রান্ত আটলান্টা

র‍্যানসমওয়্যার সাইবার আক্রমণের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর পরিচালনা কর্তৃপক্ষের কম্পিউটার নেটওয়ার্ক, বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন শহরের কর্মকর্তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 12:36 PM
Updated : 24 March 2018, 12:36 PM

সিটি অফ আটলান্টা’র প্রধান পরিচালন কর্মকর্তা রিচার্ড কক্স বলেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে শহর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানতে পারেন তাদের অভ্যন্তরীণ ও গ্রাহকমুখী কয়েকটি অ্যাপ্লিকেশনের বিভ্রাট হচ্ছে। শহরের কিছু সংকেতায়িত ডেটাও এই বিভ্রাটের মধ্যে পড়ে। তবে, জননিরাপত্তা বিভাগ, পানি সরবরাহ বিভাগ বা হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতে ক্ষতিগ্রস্থ হয়নি।

বিল পরিশোধ বা আদালতের তথ্য পেতে মানষের ব্যবহৃত কিছু অ্যাপ্লিকেশন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে উল্লেখ করা হয় এনবিসি নিউজ-এর প্রতিবেদনে। কক্স বলেন, কোনো ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তা শনাক্ত করতে তদন্ত করা হবে।

এ নিয়ে শহরের মেয়র কেইশা ল্যান্স বটমস শহরের কর্মী আর জনগণকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখতে আর ব্যক্তিগত ডেটা সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। 

এ ঘটনা তদন্তে শহর কর্তৃপক্ষ এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।