‘আগের’ স্ন্যাপচ্যাট চান ব্যবহারকারীরা?

সম্প্রতি নতুন করে সাজানো হয়েছে ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটকে। কিন্তু নতুন এই নকশা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি এর অনেক ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 07:35 PM
Updated : 15 Feb 2018, 07:35 PM

অ্যাপটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে এক পিটিশনে সই করেছেন ১০ লাখ মানুষ। বন্ধু আর তারকা বা ব্র্যান্ডগুলোর দেওয়া কনটেন্ট আলাদাভাবে দেখানোর উদ্দেশ্যে এই বদল আনা হয়েছিল বলে উল্লেখ করা হয় বিবিসি’র প্রতিবেদনে।

এক ব্লগপোস্টে স্ন্যাপচ্যাট প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল বলেন, তার ধারণা এই বিষয় দুইটি ঝাপসা রাখার কারণে ভুয়া সংবাদ ছড়ানো বেড়েছে।

এদিকে, হাজার হাজার স্ন্যাপচ্যট ব্যবহারকারী বলেছেন- এই লে-আউট ব্যবহার তাদের কাছে কঠিন লেগেছে।

এই পিটিশন চালু করেছেন নিক রামসে নামের এক ব্যক্তি। তিনি বলেন, “অনেকগুলো ‘নতুন ফিচার’ অপ্রয়োজনীয় আর শেষ কয়েক বছর ধরে থাকা স্ন্যাপচ্যাটের মূল উদ্দেশ্য নষ্ট করে।”

পিটিশন প্রকাশ ও শেয়ারের সাইট চেইঞ্জ ডটঅর্গ ওয়েবসাইটে এই পিটিশন প্রকাশ করা হয়েছে। এতে কয়েকটি আবেদন জানানো হয় যার মধ্যে একটি হচ্ছে অ্যাপটিকে আগের অবস্থায় নিয়ে যাওয়া।

এ নিয়ে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে বলা হয়, নতুন আপডেটে “মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। আমরা আশা করি একবার মানিয়ে নিলে আমাদের ব্যবহারকারীরা এটি উপভোগ করবেন।”