আরেকটি নতুন ক্যাম্পাস বানাবে অ্যাপল

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন আরেকটি ক্যাম্পাস তৈরির ঘোষণা দিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 01:55 PM
Updated : 18 Jan 2018, 01:55 PM

দেশটির জাতীয় অর্থনীতিতে কয়েকশ’ কোটি মার্কিন ডলার যোগ করতে অ্যাপলের পরিকল্পনার অংশ হিসেবেই এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “নতুন একটি জায়গায় একটি অ্যাপল ক্যাম্পাস তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি, যেখানে প্রাথমিকভাবে গ্রাহকের জন্য প্রযুক্তিগত সমর্থ দেওয়া হবে। চলতি বছরের শেষের দিকে নতুন ক্যাম্পাসের স্থান ঘোষণা কর হবে।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, বিস্তৃতভাবে পাঁচ বছরে মার্কিন অর্থনীতিতে ৩৫ হাজার কোটি ডলার যোগ করার পরিকল্পনা রয়েছে তাদের।

সম্প্রতি কুপার্টিনোতে পাঁচশ কোটি মার্কিন ডলারের নতুন প্রধান কার্যালয়ের কাজ শেষ করেছে অ্যাপল। এবার নতুন আরেকটি ক্যাম্পাস বানিয়ে কর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানায়, “বর্তমান ক্যাম্পাসে কর্মী নিয়োগ ও নতুন আরেকটি ক্যাম্পাস চালু করে আরও ২০ হাজার চাকুরি তৈরি করা হবে।”