তারকাদের গোপন ছবি চুরির দোষ স্বীকার

নারী তারকাদের অ্যাকাউন্টসহ আড়াইশ’রও বেশি ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দোষ স্বীকার করেছেন এক ব্যাক্তি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 10:35 AM
Updated : 16 Jan 2018, 10:35 AM

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট-এর জর্জ গারোফ্যানো হলিউড তারকাদের গোপন ও অন্তরঙ্গ ছবি চুরির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। ‘সেলেবগেইট’ নামের ওই কেলেঙ্কারিতে জেনিফার লরেন্স, কার্স্টেন ডানস্ট, কিম কারদাশিয়ান আর রিয়ানা সহ অনেক নারী হ্যাকারদের লক্ষ্যে পরিণত হন, বলা হয়েছে স্কাই নিউজ-এর প্রতিবেদনে। 

২৬ বছর বয়সী গারোফ্যানো এমনভাবে ফিশিং ইমেইল পাঠাতেন যা দেখে মনে হতো মেইলগুলো অ্যাপলের পক্ষ থেকে পাঠানো হয়েছে, ওই মেইলগুলোতে লক্ষ্যে পরিণত হওয়াদের আইক্লাউড ইউজারনেইম আর পাসওয়ার্ড দিতে উৎসাহ দেওয়া হতো বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষের কৌসুলীরা।

কিছু ক্ষেত্রে আক্রান্তদের ভুয়া সাইটগুলোতে পাঠানো হয়, যেখানে তাদেরকে একটি ফর্মে পাসওয়ার্ড দিতে বলা হয়। ওই পাসওয়ার্ড পরে হ্যাকাররা হাতিয়ে নেয়।

পরে ওই পাসওয়ার্ড নারীডের অ্যাকাউন্ট অ্যাকসেস করে সেখান থেকে গোপন ছবি চুরি করতে ব্যবহৃত হয়েছে।

কৌসুলীরা বলেন, কিছু ক্ষেত্রে গারোফ্যানো এই পাসওয়ার্ডগুলো অন্যদের কাছে বিক্রিও করেছেন।

আসামি পক্ষের আইনজীবী বলেন, তার মক্কেল ‘অনুতপ্ত’। আসামি একজন “ভালো মানুষ ছিলেন” আর আরও ক্ষতিকর হ্যাকাররা তাকে “ব্যবহার করে সুবিধা নিয়েছেন” বলে দাবি করেছেন তিনি।

আরও খবর-