‘সামনেই’ আসছে অ্যাপলের হোমপড

সামনের চার থেকে ছয় সপ্তাহের মধ্যে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত হবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের হাই-ফাই স্পিকার হোমপড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 02:07 PM
Updated : 12 Jan 2018, 02:07 PM

বিলম্ব হওয়ার পর আসতে যাওয়া এই ডিভাইস অ্যামাজনের স্মার্ট স্পিকার ইকো’র সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

প্রযুক্তি সাইট ৯টু৫ম্যাক-এর এক প্রতিবেদনে বলা হয়, “জিবিএইচ ইনসাইটস-এর প্রযুক্তি বিশ্লেষকরা বলেছেন, আসতে বিলম্ব হওয়া অ্যাপলের হোমপড স্মার্ট স্পিকার সামনের চার থেকে ছয় সপ্তাহের মধ্যে বের হবে বলে প্রত্যাশা করছেন তারা।”

২০১৭ সালের জুনে ৩৪৯ ডলার মূল্যের এই হোমপড ঘোষণা করে অ্যাপল। সে বছরের শেষের দিকে এটি বাজারে ছাড়ার কথা ছিল। চলতি বছর নভেম্বরে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, এটি নিয়ে কাজ করতে আরও সময় দরকার আর এজন্য এই ডিভাইস আনতে ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে অ্যাপলের এক মুখপাত্রের উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “আমরা মানুষকে বাসার জন্য অ্যাপলের বানানো তারবিহীন স্পিকার হোমপড-এর অভিজ্ঞতা দিতে আর অপেক্ষা করতে পারি না, কিন্তু আমাদের গ্রাহকদের জন্য এটি প্রস্তুত করতে আমাদের অল্প সময় দরকার।”

২০১৮ সালের শুরুতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ায় হোমপড বিক্রি শুরু করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও খবর-