দেরিতে আসবে অ্যাপলের হোমপড

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্মার্ট স্পিকার হোমপড বাজারে আনার তারিখ পিছিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:15 PM
Updated : 18 Nov 2017, 01:15 PM

চলতি বছরের ডিসেম্বরে বাজারে আসার কথা ছিল ডিভাইসটি। কিন্তু এখনও এতে কিছু উন্নয়নের কাজ বাকি থাকায় তারিখ পিছিয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজারে আনা হবে হোমপড-- খবর বিবিসি’র।

নতুন এই হোমপড দিয়ে অ্যামাজনের ইকো এবং গুগল হোম এআই স্পিকারের সঙ্গে পাল্লা দেওয়ার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

সংবাদমাধ্যমগুলোকে পাঠানো এক বিবৃতিতে অ্যাপল জানায়, “আমাদের গ্রাহকের জন্য এটি প্রস্তুত করতে আরও কিছুটা সময় প্রয়োজন।”

বিলম্বের কারণে এ বছরের ছুটির মৌসুমে স্পিকারটি বিক্রির সুযোগ হারাবে অ্যাপল। এই মৌসুমে অনেক গ্রাহকই উপহার হিসেবে গ্যাজেট কিনে থাকেন।

চলতি বছর জুনে স্পিকারটি উন্মোচন করে অ্যাপল। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিভাইসটি দাম পড়বে ৩৪৯ মার্কিন ডলার। আর যুক্তরাজ্যে এটির দাম হতে পারে ৩৫০ ব্রিটিশ পাউন্ড।

ব্যবহারকারী কোন গান শুনবেন তা নিয়ে পরামর্শ দেওয়া আর ঘরের তাপমাত্রা মানিয়ে নেওয়ার মতো কাজ করতে পারবে এই স্পিকার।

এছাড়া স্পিকারটির সঙ্গে যুক্ত করে দেওয়া হবে অ্যাপলের সিরি অ্যাসিস্ট্যান্ট। তারপর সিরির সঙ্গে মিলে এই স্পিকার অ্যাপল মিউজিক সেবা থেকে গানের বাছাই করে দিতে পারবে। সেইসঙ্গে টেক্সট মেসেজ পাঠানো, সংবাদ জানানো, খেলার খবর জানানো আর লাইটবাল্ব ও থার্মোস্ট্যাট-এর মতো হোম গ্যাজেটগুলো নিয়ন্ত্রণও করতে পারে এটি।

অ্যাপলের হোমপড উন্মোচনের পর প্রতিযোগিতা বাড়াতে স্মার্ট স্পিকারের আরও কয়েকটি মডেল উন্মোচন করেছে গুগল ও অ্যামাজন।

বিলম্ব নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর সহযোগী সম্পাদক জন ফিংলে বলেন, “এই বিলম্ব বিস্ময়কর নয়, স্মার্ট স্পিকারে অ্যাপলের প্রথম প্রচেষ্টা হোমপড।”

“হোমপড শঙ্কার মধ্যে নেই, কিন্তু আগের চেয়ে আরও বেশি প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে এটি,” যোগ করেন তিনি।