ফেইসবুক নিউজ ফিডে আসছে বড় পরিবর্তন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2018 05:07 PM BdST Updated: 12 Jan 2018 05:07 PM BdST
সামাজিক মাধ্যমে ব্যয় করা সময় যাতে ব্যবহারকারীদের কাছে ‘ভালোভাবেই কেটেছে’ বলে মনে হয় সেজন্য নিউজ ফিডে বড় পরিবর্তন আনছে ফেইসবুক। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘোষণায় এ কথা জানায় বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যম।
Related Stories
ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, প্লাটফর্মটির নিউজ ফিডে এখন থেকে ‘সংশ্লিষ্ট কনটেন্ট’-এর চেয়ে ‘অর্থপূর্ণ সামাজিক যোগাযোগ’ সম্পর্কিত কনটেন্টে বেশি প্রাধান্য দেওয়া হবে। এর ফলে সামাজিক মাধ্যমে মানুষের সময় ব্যয় কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাকারবার্গ বলেন, “কিন্তু আমি আশা করি ফেইসবুকে আপনি যে সময় ব্যয় করবেন তা আরও মূল্যবান হবে। আর আমরা যদি সঠিক কাজটি করে থাকি, আমি বিশ্বাস করি এটি দীর্ঘ মেয়াদে আমাদের সমাজ আর আমাদের ব্যবসায়ের জন্য ভালো হবে।”
যদিও এই পরিবর্তন আসতে সময় লাগবে বলে জানিয়েছেন জাকারবার্গ, তবে ব্যবহারকারীরা এখন থেকেই তাদের নিউজ ফিডে প্রকাশনা আর ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর পোস্ট কম আর বন্ধু ও পরিবারের লোকদের কনটেন্ট বেশি আসা দেখতে শুরু করবেন।
ফেইসবুক পেইজগুলোকে সতর্ক করে জানিয়েছে, পেইজগুলোর পোস্ট পৌঁছানো আর ভিডিও দেখার সময় কমে যাবে।
যদিও নিউজ ফিডে বদল নিয়ে এর আগে ফেইসবুক এমন আরও একাধিক ঘোষণা দিয়েছে, কিন্তু জাকারবার্গ তার প্রতিষ্ঠান পরিচালনার উপায়ে এবার অর্থপূর্ণ বদল আনতে চাচ্ছেন- এমনটাই বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি