ইনস্টাগ্রামে সরাসরি ভিডিওতে ডাকা যাবে বন্ধুদের

সরাসরি ভিডিওতে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে নতুন এক ফিচার এনেছে ইনস্টাগ্রাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2017, 11:19 AM
Updated : 25 Dec 2017, 11:19 AM

ফেইসবুক অধীনস্থ ছবি শেয়ারিং অ্যাপটিতে ‘ডিরেক্ট’ ফিচার ব্যবহার করে এখন ব্যবহারকারীরা সরাসরি ভিডিওতে অন্য বন্ধুদেরও আমন্ত্রণ জানাতে পারছেন। এজন্য তাদেরকে শুধু ডিরেক্ট আইকনে ক্লিক করতে হবে। নিজেরা সেসব সরাসরি ভিডিও দেখছেন বা বানাচ্ছেন তা অন্যান্যদের কাছেও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

ইনস্টাগ্রাম-এর ব্লগ পোস্টে বলা হয়, “আপনি এখন ডিরেক্ট-এর মাধ্যমে বন্ধুদের সরাসরি ভিডিওগুলো পাঠাতে পারবেন। ডিরেক্ট আইকনটি চাপার মাধ্যমে আপনি নিজের সরাসরি ভিডিও বন্ধুদের পাঠাতে পারবেন-- বা আপনি যে ভিডিও দেখছেন সেটিও-- আপনার কোনো বন্ধু বা বন্ধুদের কোনো দলকে পাঠাতে পারবেন যাতে তারা আপনার সঙ্গে আনন্দে যোগ দিতে পারে।”

স্টোরিজ সেটিংস পেইজ থেকে এটি বন্ধ করার সুযোগও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে। আইওএস আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম-এর আনা সংস্করণ ২৬-এ এই সুবিধা পাওয়া যাবে। 

ডিরেকট ফিচার চালুর ঠিক এক মাস পর নতুন এই সুবিধার ঘোষণা দেওয়া হয়।