অ্যাপলের পণ্য ডিজাইন দলে ফিরেছেন প্রতিষ্ঠানের প্রধান ডিজাইনার জনি আইভ।
Published : 09 Dec 2017, 05:09 PM
ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্ক ক্যাম্পাসের নকশায় সহয়তা শেষে আবারও পণ্য ডিজাইন দলকে সরাসরি তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন আইভ, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।
‘স্পেসশিপ’ নামেই পরিচিত অ্যাপলের ২৮ লাখ বর্গফুটের নতুন গোলাকার ক্যাম্পাস। এতদিন এই ক্যাম্পাসের নকশায় সহায়তা করছিলেন আইভ।
শুক্রবার এক বিবৃতিতে অ্যাপল মুখপাত্র এমি বেসেট বলেন, “অ্যাপল পার্ক-এর কাজ শেষ হওয়ায় অ্যাপলের শীর্ষ ডিজাইনার এবং দলগুলো আবারও সরাসরি জনি আইভ-এর তত্ত্বাবধানে কাজ করছেন, যিনি সব সময় কেবল ডিজাইনে মনযোগ দিয়েছেন।”
২০১৫ সালে আইভ-কে নতুন তৈরি চিফ ডিজাইন অফিসার পদে পদোন্নতি দেন টিম কুক। এই সময়ে খুচরা বিক্রি এবং ক্যাম্পাস নকশার কাজ করছিলেন তিনি।
১৯৯২ সালে অ্যাপলে যোগ দেন আইভ। ১৯৯৭ সালে অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রতিষ্ঠানে ফেরার পর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দলের প্রধানের পদ পান তিনি।
বর্তমানে পাঁচ হাজারের বেশি পেটেন্ট রয়েছে তার নামে। ম্যাক, আইপ্যাড এবং আইফোনসহ জনপ্রিয় অ্যাপল পণ্যগুলোর নকশা করেছেন স্যার জনি।