নিজের কোনো মূল কার্যালয় নেই মাস্ক-এর

প্রকৌশলী ও ধনকুবের ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স-এর মতো প্রতিষ্ঠানগুলোর প্রধান তিনি। কিন্তু তার মূল কার্যালয় কোথায়? এমন প্রশ্নের কোনো স্পষ্ট জবাব মিলবে না।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 04:42 PM
Updated : 4 Dec 2017, 04:42 PM

সম্প্রতি মাস্ক জানিয়েছেন তার নিজস্ব কোনো মূল কার্যালয় নেই। যখন যেখানে তাকে সবচেয়ে বেশি দরকার হয় তখন সেটিই তার কার্যালয়, বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে।

টেসলার তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের সময় মাস্ক বলেন, “আমি সব সময় আমার ডেস্ক স্থানান্তর করি, আসলে আমার কোনো ডেস্ক নেই, টেসলা’র যেখানে সবচেয়ে বড় সমস্যা থাকে আমি সেখানে চলে যাই।”

মাস্ক আরও বলেন, “আমি আসলে বিশ্বাস করি কেউ একজনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় এবং সেকারণেই আমি এখানে আছি।”

বর্তমানে মাস্কের কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঞ্চলের স্পার্কস-এর গিগাফ্যাক্টরি। এখানে মডেল ৩ গাড়ি উৎপাদন করে টেসলা। এই কারখানা থেকেই প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের আয় প্রকাশ করেছেন মাস্ক। বুধবার এক প্রান্তিকে সবচেয়ে বেশি ক্ষতির হিসাব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, মডেল ৩ নিয়ে তারা যে পূর্বাভাস দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

গিগাফ্যাক্টরিতে তিনি শুধু কাজই করছেন এমনটা নয়। মাস্ক বলেন কারখানাতেই ঠান্ডা নিয়ে তিনি ঘুমিয়েছেন।