বাংলাদেশসহ চার দেশে মাইক্রোসফটের দায়িত্বে সোনিয়া

মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান এবং লাওসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনিয়া বশির কবির। এতদিন তিনি মাইক্রোসফট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 03:22 PM
Updated : 19 Nov 2017, 10:33 AM

মাইক্রোসফট বাংলাদেশ-এর পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলা হয়, সোনিয়া বশির কবির এই চার দেশে মাইক্রোসফটের ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যপূরণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন।

মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস-এর মহাপরিচালক মাইকেল সিমন্স বলেন, “এশিয়া ও যুক্তরাষ্ট্রের ইমার্জিং মার্কেটে ডিজিটাল ট্রান্সফরমেশনে সোনিয়া বশির কবিরের অভিজ্ঞতা দারুণভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।”

নতুন দায়িত্ব নিয়ে সোনিয়া বলেন, “প্রতিজন মানুষ ও প্রতিষ্ঠান যেন ইনটেলিজেন্ট ক্লাউড ও ইনটেলিজেন্ট নতুন প্রান্তের সুযোগ গ্রহণ করতে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করব।”

মাইক্রোসফটে কাজের পাশাপাশি সোনিয়া বশির কবির জাতিসংঘের আওতাভুক্ত টেকনোলজি ব্যাংক ফর ডেভেলপড কান্ট্রিজ (এলডিসিএস)-এর গভর্নিং কাউন্সিল মেম্বার হিসেবে কাজ করছেন।