চলচ্চিত্র আর গানে আলিবাবা প্রধান

ধনকুবের আর উদ্যোক্তা তকমা আগেই পেয়েছেন চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা প্রধান জ্যাক মা। শীঘ্রই হতে যাচ্ছেন মার্শাল আর্ট চলচ্চিত্র তারকা। এবারে নিজের নামের পাশে ‘রেকর্ডিং শিল্পী’ বিশেষণ যোগ করতে যাচ্ছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 11:46 AM
Updated : 6 Nov 2017, 11:46 AM

সম্প্রতি চীনা পপ শিল্পী ফায়ে ওয়োংয়ের সঙ্গে জ্যাক মা একটি দ্বৈত গানের লিংক পোস্ট করেছেন। শুক্রবার তিনি যখন মালয়েশিয়ার কুয়ালা লামপুর-এ ছিলেন, তখন সামাজিক মাধ্যম ওয়েইবো’তে তিনি এই লিংক পোস্ট করেন, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। জ্যাক মা অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘গং শোও দাও’-এর থিম সং করার উদ্দেশ্যে এই গান গাওয়া হয়েছে। 

এই লিংকে কিছু অনলাইন ব্যবহারকারী গানটি থেকে জ্যাক মা’র কণ্ঠ সরানো উচিৎ বলে মন্তব্য করলে, জবাবে জ্যাক মা কৌতুক করে বলেন, শ্রোতারা এই গান শুনতে থাকলে এক সময় এই কন্ঠের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন।  

চলতি বছর ১১ নভেম্বর সিঙ্গল’স ডে-এর একদিন আগে এই গান ছাড়া হবে।

চীনা কমবয়সীরা সিঙ্গল’স ডে নামের এই দিন উদযাপন করে। অন্যভাবে, একে ভ্যালেন্টাইনস ডে’র বিপরীতও বলা যেতে পারে।