অনিশ্চয়তায় অ্যাপলের ডেটা সেন্টার

আয়ারল্যান্ডে অ্যাপলের শতকোটি মার্কিন ডলারের ডেটা সেন্টার তৈরিতে দেখা গেছে অনিশ্চয়তা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2017, 12:41 PM
Updated : 4 Nov 2017, 12:41 PM

বৃহস্পতিবার আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেন, অ্যাপল প্রধান টিম কুক এখন আর এতে অঙ্গীকার করছেন না। কিন্তু এটি তৈরি করতে ডাবলিনের যা করণীয় তা ঠিকই করবেন তারা, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

২০১৫ সালের আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চলের পল্লী এলাকায় শতকোটি মার্কিন ডলারের ডেটা সেন্টার তৈরির ঘোষণা দেয় অ্যাপল। এতে পরিবেশবান্ধব শক্তি পাওয়ার সুবিধা যোগ হবে বলে জানানো হয়। কিন্তু পরিকল্পনাগত আপত্তির কারণে প্রকল্প দুই বছর বিলম্বের মুখে পড়ে।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ভারাদকার বলেন, এটি সামনে এগিয়ে নিতে কুক কোনো অঙ্গীকার করেননি।

“আমার প্রকল্প শুরু করার জন্য কোনো তারিখ বা নির্দিষ্ট অঙ্গীকার বা এ ধরনের কিছু পাইনি,” বলেন ভারাদকার।

বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে ছিলেন তিনি। কুক-কে তিনি বলেন, “প্রকল্প পুনরায় শুরু করতে তাদের সাধ্যের মধ্যে সবকিছু করবে সরকার।”

এ বিষয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই সময়ে ডেনমার্কেও একটি ডেটা সেন্টার তৈরির ঘোষণা দেয় অ্যাপল। চলতি বছরের শেষ নাগাদ এটি চালু হতে যাচ্ছে। জুলাইতে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় ইউরোপে আরেকটি ডেটা সেন্টার তৈরি করতে পারে অ্যাপল।