ফেইসবুকেই কেনা যাবে টিকেট

প্রতিটি কাজই যাতে ব্যবহারকারীরা নিজেদের প্লাটফর্মে বসেই করতে পারেন এজন্য জোড়ালোভাবেই কাজ করে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এবার সামাজিক মাধ্যমটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের টিকেট কেনার উপায় সহজ করতে যাচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 05:43 PM
Updated : 30 Oct 2017, 09:52 AM

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিতরণ অংশীদার হিসেবে টিকেট কেনার প্লাটফর্ম সিটগিক-এর সঙ্গে চুক্তি করেছে ফেইসবুক। এর ফলে ব্যবহারকারীরা ফেইসবুক থেকে বের না হয়েই টিকেট কিনতে পারবেন, তবে অবশ্যই যদি ওই টিকেট সিটগিক বিক্রি করে।

নতুন এই চুক্তি নিয়ে প্রথম পরীক্ষা করবে ফুটবল দল স্পোর্টিং কানসাস সিটি।

ফেইসবুক থেকে এখন ব্যবহারকারীরা সিটগিক-এর কতগুলো ও কী ধরনের টিকেট চান তা বাছাই করতে পারবেন আর তারপর ফেইসবুকের মধ্যেই লেনদেন সম্পন্ন করতে পারবেন।  

কেউ যদি চায় ফেইসবুক থেকে বের হয়ে সিটগিক ওয়েবসাইট থেকেও টিকেট কিনতে পারবেন।

ইভেন্টব্রাইট আর টিকেটমাস্টার এর সঙ্গেও চুক্তি করেছে ফেইসবুক।