দুবাইয়ে টেসলায় চড়তে পারছেন উবার গ্রাহকরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রাহকদের টেসলা’র ৫০টি বৈদ্যুতিক গাড়ির মধ্যে থেকে ট্যাক্সি বাছাইয়ের সুযোগ দিচ্ছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 05:04 PM
Updated : 10 Oct 2017, 05:04 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন-এর সঙ্গে মিলে উবারওয়ান নামের নতুন এক অপশন চালু করেছে উবার। এই অপশনের অধীনে চলতি বছর সেপ্টেম্বরে ৫০টি টেসলা মডেল এক্স আর মডেল এস গাড়ি যোগ করা হয়েছে।

উবার ব্যবহারকারীরা  বাড়তি ভাড়া পরিশোধের মাধ্যমে এই স্বচালিত প্রযুক্তির গাড়িগুলো ব্যবহার করতে পারবেন।

২০১৮ ও ২০১৯ সালের মধ্যে নিজেদের বহরে আরও দেড়শ’ টেসলা গাড়ি যুক্ত করার লক্ষ্য স্থির করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন।

সংযুক্ত আরব আমিরাতে উবারের মহাব্যবস্থাপক ক্রিস ফ্রি বলেন,যাত্রীদের ‘নতুন আর উন্নত অভিজ্ঞতা’ দেওয়ার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।