স্ন্যাপচ্যাটে নিউজ স্ট্রিমিং করছে সিএনএন

সোমবার ছবি শেয়ারিং ও চ্যাটিং অ্যাপ স্ন্যাপচ্যাট-এ নিউজ স্ট্রিমিং চালু করেছে সংবাদ সংস্থা সিএনএন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 08:56 AM
Updated : 22 August 2017, 08:56 AM

সিএনএন-এর দৈনিক অনুষ্ঠান ‘দ্য আপডেট’ স্ট্রিম করবে স্ন্যাপচ্যাট। এর ফলে বিশ্বের যে কোনো কার্যালয় বা সাংবাদিকের মাধ্যমে খবর প্রচার করতে পারবে সংবাদসংস্থাটি।

‘দ্য আপডেট’- এর প্রতি পর্বে অন্তত পাঁচটি খবর প্রচার করা হবে। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

চলতি বছরের জুলাই মাসে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৪.২ কোটি ডেস্কটপ ও মোবাইল ব্যবহারকারী গ্রাহক পেয়েছে সিএনএন। এর মাধ্যমে বাজফিড ও নিউ ইয়র্ক টাইমস ডিজিটাল-কে ছাড়িয়ে শীর্ষ ডিজিটাল নিউজ সংস্থার তকমা পেল সিএনএন।

স্ন্যাপচ্যাট-এর ডিসকভার ফিচারের একটি অরিজিনাল কনটেন্ট অংশীদারও সিএনএন। ২০১৫ সালের জানুয়ারিতে ডিসকভার চালু করে স্ন্যাপচ্যাট, যার মাধ্যমে প্রকাশকের প্রচার করা স্টোরি দেখতে পারেন গ্রাহক।

স্ন্যাপচ্যাটে ‘দ্য আপডেট’-ই সিএনএন-এর প্রথম শো। আগের মাসে এতে ‘স্টে টিউনড’ নামে শো চালু করেছে এনবিসি। চালুর পর থেকে ২.৯ কোটি গ্রাহক পেয়েছে তারা।

স্টে টিউনড অনুষ্ঠানের ৬০ শতাংশের বেশি গ্রাহকের বয়স ২৫ বছরের নীচে। আর ৪০ শতাংশের বেশি গ্রাহক সপ্তাহে অন্তত তিনদিন এ অনুষ্ঠান দেখে থাকেন।