মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কেন্দ্র সিলিকন ভ্যালিতে শীর্ষ ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর কল্পনাশক্তির অধিকারী অ্যাপল প্রধান টিম কুক। এই তথ্য প্রকাশ করেছে আইবিএম-এর এক সুপারকম্পিউটার।
Published : 18 Jul 2017, 05:45 PM
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আইবিএম-এর সুপারকম্পিউটার ওয়াটসন ব্যবহার করে একটি গবেষণা চালিয়েছে পেয়সা নামের একটি চাকরির সন্ধানদাতা প্রতিষ্ঠান। ওই গবেষণায় দেখা যায়, টিম কুক হচ্ছেন এই খাতের ‘কল্পনাশক্তিতে সবচেয়ে ক্ষমতাধর’ নেতা। কুকের পরে তালিকায় অবস্থান নিয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস, ওরাকল-এর নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসন আর সিসকো’র চাঙ্ক রবিনস।
এই উপাধি কুকের জন্য ‘উপযুক্ত’ হয়েছে বলেই উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ব্যবসায়ের উন্নয়ন কৌশলবিষয়ক এক বিশেষজ্ঞ সম্প্রতি সংবাদমাধ্যমটিকে বলেন, অ্যাপলের সাফল্য উদ্ভাবনের প্রতি সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস-এর ঝোঁক আর তার কল্পনাপ্রবণ চিন্তা থেকেই এসেছে। আর কুক ২০১১ সালে প্রধান নির্বাহীর পদে আসার পর থেকে নিজের দক্ষতা দেখিয়ে আসছেন। তার দর্শনের কারণেই প্রতিষ্ঠানটি নতুন নতুন পণ্য উন্নয়ন করছে, যার মধ্যে স্বচালিত গাড়িও রয়েছে।
পেয়সা’র গবেষণায় সবচেয়ে বেশি কল্পনাশক্তির ১১ জনের তালিকায় পঞ্চম স্থান থেকে ক্রমান্বয়ে আছেন- টেসলা প্রধান ইলন মাস্ক, এইচপিই প্রধান নির্বাহী মেগ হুইটম্যান, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ, আইবিএম প্রধান জিনি রমেটি, ফেইসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা।
প্রযুক্তি খাতে সবচেয়ে দৃঢ় প্রত্যয়ী নেতা কারা তা নিয়েও একটি বিশ্লেষণা চালিয়েছে পেয়সা। এ তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন নাদেলা, গেটস আর জাকারবার্গ।
গবেষণায় ওয়াটসন পারসোনালিটি ইনসাইটস এপিআই-এর মাধ্যমে আড়াই হাজারেরও বেশি শব্দ বিশ্লেষণ করা হয়। এ ক্ষেত্রে প্রযুক্তি নেতাদের ‘বক্তব্য, প্রবন্ধ, বই, তাদের বিভিন্ন সাক্ষাতকারের অনুলিপিও অন্যান্য যোগাযোগের উপায়গুলো’ নিয়ে বিশ্লেষণ করা হয়।
আইবিএম ওয়াটসন-এর ওয়েবসাইটে বলা হয়েছে, “পারসোনালিটি ইনসাইটস একজন ব্যক্তি কীভাবে লেখেন তার উপর ভিত্তি করে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হয়। আপনারা কোনো একজনকে অন্য একজন, সুযোগ বা পণ্যের সঙ্গে মেলাতে এই সেবা ব্যবহার করতে পারবেন।”