অবসর দেওয়া হচ্ছে গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো’র ছোট আকারের গাড়ি ‘ফায়ারফ্লাই’-কে।
Published : 15 Jun 2017, 05:40 PM
‘ফায়ারফ্লাই’ নামের ৫০টি প্রটোটাইপ গাড়িকে অবসর দিচ্ছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।
ফায়ারফ্লাই বাদ দিয়ে এবার ফায়াট ক্রাইসলার মিনিভ্যানে মনযোগ বাড়াচ্ছে ওয়েইমো। এই বহরে ৬০০টি মিনিভ্যান রয়েছে প্রতিষ্ঠানটির। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্স শহরে সেবা দেবে এই গাড়িগুলো।
ফায়ারফ্লাই গাড়িকে ব্যতিক্রম বলা হয় কারণ এতে স্টিয়ারিং হুইল এবং প্যাডল রাখেনি গুগল। নতুনভাবে উপস্থাপন করতেই গাড়িটি নকশা করেছিলেন প্রৌকশলীরা। ইতোমধ্যেই লাখো মাইল পাড়ি দিয়েছে এই গাড়িগুলো। আর গুগলের স্বচালিত গাড়ির প্রযুক্তিতে বেশ কিছু মাইলস্টোনও এসেছে এই গাড়ি দিয়ে।
২০১৫ সালের সেপ্টেম্বরে অস্টিনে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে প্রথমবার সম্পূর্ণ স্বচালিত গাড়িতে যাত্রা করায় গুগল। এর কয়েক মাস পর মাউন্টেইন ভিউ-তে এক পুলিশ কর্মকর্তা ফায়ারফ্লাই গাড়ি আটকায়। ধীর গতির কারণেই গাড়িটিকে আটকানো হয়। তবে, এর জন্য কোনো অভিযোগ আনা হয়নি।
ফায়ারফ্লাই গাড়ির নকশার জন্য একে ‘কিউট’ আর ‘অ্যডোরএবল’ আখ্যা দেওয়া হয়েছে শত শত প্রতিবেদনে। এক পর্যায়ে এই গাড়িগুলোর দরজায় নকশা দেওয়ার জন্য প্রতিযোগিতারও আয়োজন করে গুগল।
২০১৪ সাল থেকে শত শত সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্বচালিত গাড়ির প্রতি উৎসাহী ব্যক্তিরা এতে যাত্রা করেছেন। এবার বড় গাড়ির দিকে নজর দেওয়ায় এই ফায়ারফ্লাইগুলোতে আর যাত্রা করার সুযোগ থাকছে না।
ছোট এই গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘন্টায় ২৫ মাইল। তবে, এতে সুরক্ষার জন্য কোনো এয়ারব্যাগও ছিল না।
ফায়ারফ্লাই গাড়ি বহরের বিদায়কে জমকালো করার প্রয়াশ করছে গুগল। চলতি বছরের গ্রীষ্ম এবং বসন্তে ফিনিক্স ও অস্টিনে গাড়িগুলোর যাত্রা পরিকল্পনা করছে তারা। এরপর মাউন্টেইন ভিউ-তে কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম-এ কয়েকটি গাড়ি প্রদর্শনীর জন্য রাখা হবে বলেও উল্লেখ করা হয়।