ফেইসবুক, গুগল, টুইটারে ইইউ বাধা

এক মাসের মধ্যে ফেইসবুক, গুগল ও টুইটার-কে সেবার শর্ত সংশোধন করতে বলবে ইউরোপিয়ান ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 11:28 AM
Updated : 17 March 2017, 11:28 AM

বৃহস্পতিবার এ বিষয়ের সঙ্গে জড়িত সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, শর্ত পরিবর্তন না হলে জরিমানা করা হতে পারে প্রতিষ্ঠানগুলোকে। নিজের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ওই সূত্র।

আগের বছর ডিসেম্বরে এ তিন প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয় তাদের সেবার কিছু শর্ত ইউরোপিয়ান ইউনিয়নের ভোক্তা সুরক্ষা আইনকে অমান্য করছে। এতে আরও বলা হয় ওয়েবসাইটে ভুয়া এবং স্ক্যাম নিয়ন্ত্রণে তাদের আরও কিছু করা উচিত।

অভিযোগে আরও বলা হয় প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে স্পনসর্ড কন্টেন্ট স্পষ্টভাবে চিহ্নিত করা হয় না। আর গ্রাহককে চুক্তি বাতিল করার অধিকার দেওয়াটাও বাধ্যতামূলক করতে বলা হয়।

এসব কারণে ইউরোপে ব্যবসার ক্ষেত্রে চাপের মুখে রয়েছে এই তিন প্রতিষ্ঠান। বিষয়গুলো সমাধা করতে বৃহস্পতিবার সাক্ষাৎকারে কর্তৃপক্ষের কাছে কিছু উপায়ের প্রস্তাব করেছে ফেইসবুক, গুগল ও টুইটার।

এ বিষয়ে ওই সুত্র জানায়, সাক্ষাৎকারে গঠনমূলক আলোচনা হয়েছে। মন্তব্যের জন্য গুগল, ফেইসবুক ও টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করা হয়নি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে।