শিশুদের পর্ন সাইটে প্রবেশ করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে আনা মামলা ছেড়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।
Published : 06 Mar 2017, 08:53 PM
বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির পরিচয় কীভাবে বের করা হল তা গোপন করতেই মামলাটি ছেড়ে দেওয়া।
প্লেপেন সাইটটি টর নেটওয়ার্কে ব্যবহার করা হয়। মূলত নিজের পরিচয় গোপন করে ইন্টারনেট ব্রাউজ করতেই টর ব্রাউজার ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে টর নেটওয়ার্কে থাকলেও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কীভাবে তার পরিচয় বের করল?
জানানো হয়, এফবিআই এমন একটি উপায় বের করেছে যাতে ব্যবহারকারীর আসল আইপি অ্যাড্রেস পাওয়া সম্ভব। এই উপায়ে তদন্ত করেই ২০০টি মামলা করা হয়। কিন্তু তা কীভাবে করা হয়েছে তা আদালতে প্রকাশ করা হয়নি।
আদালতের নথিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যানেটি হেইস বলেন, “যেহেতু সরকার এফবিআই-এর নেটওয়ার্ক তদন্তের কৌশল ফাঁস করতে চায় না, সে কারণে জেই মিচাউড-এর বিরুদ্ধে যুক্তিযুক্ত সন্দেহ থাকা সত্ত্বেও প্রমাণ থেকে বঞ্চিত করা হচ্ছে।”
২০১৬ সালে ডিসেম্বরে প্লেপেন সাইটে তদন্ত চালিয়ে ২০০টি মামলা করা হয়। এতে ৪৯টি মার্কিন শিশুকে যৌন নিপীড়নের উল্লেখ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে সাইটটির মালিক মাইকেল ফ্লুকিজারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।