জোটবদ্ধ টাটা মোটর্স ও মাইক্রোসফট

গ্রাহকের গাড়ি চালনার অনুভূতিকে আরও দারুণ করতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্স এবং মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 11:13 AM
Updated : 16 Feb 2017, 11:13 AM

বৃহস্পতিবার প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে কৌশলী এ জোটের ঘোষণা দেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দু’টি জানায় গ্রাহকের গাড়ি চালনার অনুভূতিকে আরও ব্যক্তিগত করতেই একসঙ্গে কাজ করবে তারা, তথ্য রয়টার্স-এর।

প্রতিষ্ঠান দু’টির যৌথ প্রচেষ্টার প্রথম উন্নত চালনা অনুভূতির গাড়ি উন্মোচন করা হবে ৭ মার্চ অনুষ্ঠিতব্য জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো-তে।

মাইক্রোসফট ইন্ডিয়া’র প্রেসিডেন্ট আনান্ত মাহেশওয়ারি বলেন, “আইওটি (ইন্টারনেট অফ থিংস), এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে আমরা ভারত ও বিশ্বজুড়ে গাড়ি মালিকদের নিরাপদ, কার্যক্ষম এবং মজাদার চালনার অনুভূতি দেবো।”

এদিকে টাটা মোটর্স-এর প্রধান গুয়েনটার বাটসেক এক সংবাদ সম্মেলনে জানান, এ জোটের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে দেখছেন তিনি। কারণ গাড়ি ক্রেতাদের মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড সেবার দিকে ঝোঁক বাড়ছে।