ফিলিপিন্স-এ পর্নসাইট বন্ধ

ফিলিপিন্স-এর দুই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) থেকে পর্নোগ্রাফি ওয়েবসাইট এক্সভিডিওস, রেডটিউব আর পর্নহাব বন্ধ করে দেওয়া হয়েছে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 03:25 PM
Updated : 17 Jan 2017, 03:25 PM

স্মার্ট আর সান সেলুলার নামের ওই দুই আইএসপি গ্রাহকরা জানান, তারা এখন আর তাদের কোনো ডিভাইস বা ডেস্কটপ ব্যবহার করে এসব সাইটে প্রবেশ করতে পারছেন না। এসব সাইটে প্রবেশ করতে চাইলে “সাইটটি শিশু-পর্নোগ্রাফি বিরোধী আইনের আওতায় বন্ধ করে দেওয়া হয়েছে” -এমন বার্তা দেখাচ্ছে।

পর্ন সাইট হঠাৎ বন্ধের বিষয়ে ফিলিপিন্স সরকার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে, দেশটির ন্যাশনাল টেলিকমিউনিকেশনস কমিশন সিএনএন-কে নিশ্চিত করে জানিয়েছে, ১৪ জানুয়ারি থেকে তারা সব জাতীয় আইএসপি-তে এসব সাইট বন্ধের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে অনেকে বলছেন গ্লোব আর অন্যান্য কিছু আইএসপি ব্যবহার করে এখনও এসব সাইটে প্রবেশ করা যাচ্ছে।

সম্প্রতি পর্নহাব-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইটের গড় সর্বোচ্চ সময় ব্যবহারকারীরা প্রায় সবাই ফিলিপিন্স-এর। দেশটির পর্ন দেখার সময় গড়ে ১২ মিনিট ৪৫ সেকেন্ড, যা বিশ্বজুড়ে পর্ন দেখার গড় হারের চেয়ে প্রায় তিন মিনিট বেশি বলে পর্নহাব-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৬ সালের শেষের দিকে বাংলাদেশেও পর্ন ওয়েবসাইট বন্ধের প্রক্রিয়া শুরু হয়।