সফটব্যাংক তহবিলে অ্যাপলের শতকোটি

জাপানের সফটব্যাংক গ্রুপের প্রযুক্তি তহবিলে শতকোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা বুধবার নিশ্চিত করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 11:35 AM
Updated : 5 Jan 2017, 11:35 AM

সফটব্যাংক জানিয়েছে, তারা ওই তহবিলের জন্য অন্তত ২৫০০ কোটি ডলার বরাদ্দ করছে। ইতোমধ্যে তারা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-এর সঙ্গে এক বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে, এই বিনিয়োগের পরিমাণ ৪৫০০ কোটি ডলার হতে পারে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জশ রোজেনস্টক রয়টার্স-কে বলেন, “আমরা বিশ্বাস করি তাদের তহবিল প্রযুক্তির উন্নয়ন দ্রুত করবে যা অ্যাপলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।”

সফটব্যাংক আরও জানায়, নিজেদের তহবিল নয় বরং এই প্রযুক্তি তহবিল দিয়ে তারা ভবিষ্যতে বড় মাপের বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

২০১৬ সালের ডিসেম্বরে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অ্যাপল এই বিনিয়োগের বিষয়ে সফটব্যাংকের সঙ্গে আলোচনা করেছে।

সফটব্যাংক-এর বহিঃজনসংযোগ প্রতিনিধি বেঞ্জামিন স্পাইসহ্যান্ডলার জানান, সফটব্যাংক অ্যাপলের বিনিয়োগ নিশ্চিত করেছে। তিনি জানান, ফক্সকন, ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন-এর পারিবারিক কার্যালয় ও চিপনির্মাতা কোয়ালকমও তাদের এই তহবিলে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে।