‘নুটোনোমি’ নামের স্টার্টআপ প্রতিষ্ঠানের স্বচালিত গাড়ি বোস্টনে পরীক্ষামুলকভাবে চালু করার অনুমোদন দিয়েছে ম্যাসাচুসেটস-এর যান নিয়ন্ত্রণকারী সংস্থা।
Published : 01 Jan 2017, 08:18 PM
চলতি বছরের ৩ জানুয়ারি থেকে এমআইটি থেকে বের হয়ে যাওয়া এই প্রকল্পের গাড়ি বোস্টনের রাস্তায় নামবে।
"আমরা কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুত ছিলাম, কেবল পরীক্ষামূলক চালনার জন্য চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছিলাম”- নুটোনোমি’র নির্বাহী কার্ল লাগনেমা বলেন।
নুটোনোমি-এর পরীক্ষার শুরুটা সহজ হবে বলেই আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক গাড়ি রেনল্ট জো বোস্টন-এর শিল্প পার্ক হিসেবে পরিচিত রেমন্ড এল ফ্লিন মেরিন পার্ক-এ ট্রাফিক লাইট না থাকায় সেখানে এই গাড়ি চালানো সীমিত করে দেওয়া হবে।
নুটোনোমি- এর একজন প্রকৌশলী সব সময় গাড়িতে থাকবেন বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
নুটোনোমি অগাস্ট মাসে সিঙ্গাপুরে যাত্রী পরিবহণ সেবা শুরু করে। একই মাসে আরেক যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘গ্র্যাব’- এর সঙ্গে অংশিদারীত্বে তারা কাজ শুরু করে।
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উবার তাদের স্বচালিত গাড়ি চালু করার পর আইনি বাধার সম্মুখীন হয়েছিল।