আর্থিক খাতে সাইবার নিরাপত্তা চায় যুক্তরাজ্য

সাইবার অপরাধ থেকে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে নিয়ন্ত্রকদের সহায়তা করতে ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলোকে আরও বেশি কাজ করতে  হবে, সোমবার এমনটাই মত দিয়েছেন দেশটির এক সংসদীয় কমিটির প্রধান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2016, 12:10 PM
Updated : 19 Dec 2016, 12:12 PM

অ্যান্ড্রু টায়ারি জানান, সংসদের রাজস্ব কমিটি  নিয়ন্ত্রক আর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যকার ‘জবাবদিহিতার অস্বচ্ছ রেখা’ নিয়ে উদ্বিগ্ন।  তিনি বলেন, “নিয়ন্ত্রকদের তাদের কাজ সম্পন্ন করতে গোয়েন্দা সংস্থাগুলোর কারিগরি ও ব্যবহারিক সহায়তা দরকার। এর মানে হচ্ছে আর্থিক খাতে সাইবার অপরাধকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া নিশ্চিত করা।”

সম্প্রতি দেশটির টেসকো ব্যাংক হ্যাকের ঘটনায় হ্যাকাররা ২৫ লাখ পাউন্ড চুরি করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ব্যাংকটির প্রধান নির্বাহী বেনি হিগিনস জানান, বর্তমানে থাকা ৪০ হাজার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন দেখা গেছে আর এর প্রায় অর্ধেক সংখ্যক অ্যাকাউন্ট থেকে অর্থ নেওয়া হয়েছে।

টায়ারি জানান, বর্তমান ব্যবস্থায় আরও নজরদারি প্রয়োজন। সেই সঙ্গে জিসিএইচকিউ-এর অন্তর্ভূক্ত জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র-কে এককভাবে আর্থিক সেবাখাতে সাইবার ঝুঁকির দায় নিতে হবে।