৬০ কোটি ছাড়াল ইনস্টাগ্রাম

৬০ কোটি ছাড়িয়েছে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম-এর ব্যবহারকারী সংখ্যা। নতুন আনা ফিচারগুলো এর জনপ্রিয়তা আরো বাড়াতে সহায়তা করেছে জানিয়ে বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 12:04 PM
Updated : 16 Dec 2016, 12:06 PM

চলতি বছর জুনে ৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রমের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। জুনের পর থেকে এ পর্যন্ত যোগ হয়েছেন আরও ১০ কোটি নতুন গ্রাহক, খবর রয়টার্স-এর।

এরই মধ্যে প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম স্টোরিজ নামের নতুন ফিচার চালু করে। এটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাটের একটি বিশেষ ফিচারের সঙ্গে মিলে যায়।

সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম সেইফটি টুল নামে নতুন আপডেট আনে। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও-তে আসা কমেন্ট নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হয়। ক্রমবর্ধমান অনলাইন ‘ট্রলিং’ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

চলতি বছর প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন থেকে ১৫০ কোটি ডলার আয় করার আশা করছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটিয়ার

চলতি বছর নভেম্বরে প্রতিষ্ঠানটি লাইভ ভিডিও ফিচার চালু করতে যাছে বলে জানা যায়। সে সময় প্রতিষ্ঠানটির প্রধান কেভিন সিসট্রোম ফিনান্সিয়াল টাইমস-কে জানান, তাদের অ্যাপ্লিকেশনের পরবর্তী লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের জন্য সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধার ব্যবস্থা করা।