ডেটিং সাইটের কোটি কোটি অ্যাকাউন্ট হ্যাকড

হ্যাকের শিকার হয়েছে ডেটিং সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার-এর নেটওয়ার্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 02:39 PM
Updated : 14 Nov 2016, 02:39 PM

হ্যাকের ফলে অনলাইন ডেটিং সেবা নেওয়া ৪১ কোটি ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট, ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বেহাত হয়ে অনলাইন অপরাধ বাজারে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। এই ডেটাবেইসে বিস্তারিত ব্যক্তিগত তথ্য রাখা না হলেও, কোনো ব্যক্তি এই সেবা ব্যবহার করতেন কিনা তা অন্তত নিশ্চিত হওয়া যাবে।

সাইবার নিরাপত্তা লঙ্ঘনের খবর প্রকাশকারী সাইট লিকডসোর্স প্রথম এই সাইবার আক্রমণের খবর প্রকাশ করে। সাইটটি জানায়, ৩০ কোটির বেশি অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সঙ্গে ক্যামস ডটকম-এর ছয় কোটি অ্যাকাউন্ট ও পেন্টহাউ, স্ট্রিপশো আর আইক্যামস-এর মতো প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক হ্যাক হয়ে মোট ৪১২২১৪২৯৫ জন ক্ষতিগ্রস্থ হয়েছেন।

এই হ্যাকের ফলে জানা গেছে যে, প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্ট মুছে ফেলা দেড় কোটি অ্যাকাউন্টের তথ্যও জমা করে রাখা হয়েছিল।

ফ্রেন্ড ফাইন্ডার জানিয়েছে, তারা এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সতর্ক হয়েছে এবং এ ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে।