বাজারে আসছে স্যামসাং গিয়ার এস৩ স্মার্টওয়াচ

গিয়ার এস৩ নামের নতুন স্মার্টওয়াচ বাজারে ছাড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক জায়ান্ট স্যামস্যাং।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 06:54 PM
Updated : 13 Nov 2016, 06:54 PM

স্মার্টওয়াচটি  ২০১৬ সালের ১৮ নভেম্বর থেকে যুক্তরাজ্যে বিক্রি শুরু হবে।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, গিয়ার এস৩ দুটি ভিন্ন সংস্করণে আসবে ‘ফ্রনটিয়ার’ এবং ‘ক্লাসিক’। দুটি মডেলের মূল্যই ৩৪৯ পাউন্ড।

স্যামস্যাং গিয়ার এস৩-তে দিয়েছে ১.৩ ইঞ্চির ডিসপ্লে, সব সময় খোলা রাখা যাবে এই ডিসপ্লে। সেই সঙ্গে আছে বিল্ট ইন জিপিএস এবং ৪ জিবি'র ইন্টারনাল মেমোরি। এই ডিভাইসটি পানি ও ধূলানিরোধী বলে জানিয়েছে নির্মাতারা।

স্যামসাং বলেছে, “ঐতিহ্যবাহী ঘড়ি প্রস্তুতকারকদের শিল্পে অনুপ্রাণিত হয়ে গিয়ার এস৩-এর বৃত্তাকার ফ্রেম থেকে প্রিমিয়াম ফিনিশিংয়ের বেল্ট পর্যন্ত প্রতিটি ফিচার আবারও এনালগ ঘড়ির কথা মনে করিয়ে দেবে।"