জীবিতদের 'মৃত' বানাল ফেইসবুক বাগ

অনেক জীবিত মানুষকে মৃত হিসেবে 'চিহ্নিত' করেছে ফেইসবুকে ছড়িয়ে পড়া বাগ।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 01:47 PM
Updated : 12 Nov 2016, 01:48 PM

শুক্রবার সামাজিক মাধ্যমটিতে এক ত্রুটির জন্য অনেক ব্যবহারকারীর প্রোফাইলে 'মেমোরিয়াল' ব্যানার প্রদর্শন করা হচ্ছিল।

ব্যবহারকারীদের অনেকেই ফেইসবুকে মেসেজ পাঠানো ছাড়াও স্ট্যাটাস পোস্ট করে তাদের বন্ধু আর পরিবারদের বেঁচে থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

"এটি অত্যন্ত ভয়াবহ ভুল ছিল। তবে আমরা ইতোমধ্যে এটি সংশোধন করে ফেলেছি", বলেন ফেইসবুকের এক মুখপাত্র। "এই ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত", যোগ করেন তিনি।

ফেইসবুকের 'মৃত' সদস্যদের প্রোফাইলের জন্য ব্যবহৃত মেসেজগুলো (জীবিত) মার্ক জাকারবার্গসহ বিশ্বজুড়ে ফেইসবুক ব্যবহারকারীদের একটি বৃহত্তর অংশের পেইজে ছড়িয়ে পড়ে।   

"যারা মার্ককে ভালবাসেন তারা তার স্মরণে তার জীবনের বিভিন্ন বিষয় ভাগ করে সান্ত্বনা পাবেন - এমনটাই আশা করছি", এই ব্যানার ছিল ফেইসবুক প্রধান নির্বাহীর পেইজে।

প্রযুক্তি সাংবাদিক আর ফেইসবুক ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত হাসির ছিল বলে  মত বিবিসির।

"কেন ফেইসবুক বলছে আমি মৃত?" মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর কাছে এমন প্রশ্নই করেন কেটি রজার্স। বিদ্রুপ করে তিনি বলেন, "প্রথমে আমি রুষ্ট ছিল। আমি অবশ্যই মৃত নই।"