হ্যাকারদের ‘হাতে’ লক্ষাধিক ক্রেডিট কার্ড

এক লাখেরও বেশি ক্রেডিট কার্ড ব্লক করে দিতে স্থানীয় ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে লেনদেন সেবাদাতা ড্যানিশ প্রতিষ্ঠান নেটস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 01:10 PM
Updated : 26 Oct 2016, 01:11 PM

ওই ক্রেডিট কার্ডগুলোর নিরাপত্তা হ্যাকাররা লঙ্ঘন করেছে এমন সন্দেহে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে বুধবার প্রতিষ্ঠানটি জানায়। এই নিরাপত্তা লঙ্ঘন সম্ভবত দেশের বাইরে থেকে একটি ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে যুক্ত বলে জানিয়েছে নেটস।

কোনো কার্ডেই এখনও কোনো অনধিকার হস্তক্ষেপ না হলেও, তা অদূর ভবিষ্যতে হতে পারে বলে মত প্রতিষ্ঠানটির। ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান ভিসা আর মাস্টারকার্ড ইতোমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে তারা।

নেটস জানায়, "নিজে থেকেই সম্ভাব্য ক্ষতিগ্রস্থ কার্ডগুলো বদলে দিয়ে, ব্যাংক আর দোকানগুলো শত কোটি ড্যানিশ ক্রোন বাঁচাতে পারে, যা ক্রেডিট কার্ডের তথ্য চুরির কারণে তাদের ব্যবসায় থেকে লোকসান হতে পারত।"

দেশটির জিসকে ব্যাংক বুধবার জানিয়েছে, তারা তাদের সাত হাজার কার্ড ব্লক করে বদলে দিচ্ছে।