সফটব্যাংক-এর মালিকানায় এআরএম

৩২০০ কোটি ডলারের বিনিময়ে যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এআরএম হোল্ডিংস পিএলসির মালিকানা কিনে নিয়েছে নেতৃস্থানীয় জাপানিজ টেলিকমিউনিকেশনস প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 07:02 PM
Updated : 18 July 2016, 07:02 PM

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সফটব্যাংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন-এর বিনিয়োগ পরিকল্পনার দায়িত্ব পুনর্দখলের অংশ হিসেবে সোমবার এ চুক্তি সই করা হয়। এতে লন্ডনের পুঁজিবাজারে এআরএম শেয়ারমূল্য ৪৫ শতাংশ বেড়েছে।

আইফোনসহ অন্যান্য স্মার্টফোনের জন্য মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান এআরএম-এর সাম্প্রতিক প্রতিবেদনে ফলাফল খুব একটা সন্তোষজনক না হলেও স্মার্টফোন থেকে শুরু করে অটোমোবাইল ও অন্যান্য অ্যাপ্লায়েন্সের মধ্যে সংযোগের জন্য সফটব্যাংক এআরএম-এর প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে বলে এক সংশ্লিষ্ট ব্যক্তির বরাতে জানায় পত্রিকাটি।

মি. সন বলেন, "সফটব্যাংক গ্রুপ যেখানে 'ইন্টারনেট অফ থিংস' থেকে প্রাপ্ত অসাধারণ সব সুযোগ কাজে লাগাতে বিনিয়োগ করে থাকে, সেখানে এআরএম অসাধারণ কলাকৌশলগত গাঁথুনি হয়ে দাঁড়াবে।" সফটব্যাংক-এর সমৃদ্ধির পথে এআরএম ‍‌'গুরুত্বপূর্ণ স্তম্ভ' হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ব্রেক্সিট-এর এক মাসের মধ্যেই এ চুক্তি প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ব্রেক্সিট এবং এর ফলে পাউন্ডের মূল্যহ্রাস তার সিদ্ধান্তে কোনোরকম প্রভাব ফেলেনি। এ চুক্তির পরও এআরএম ইংল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান হিসেবেই থাকছে। এ ছাড়াও আগামী পাঁচ বছর ধরে লন্ডনে কর্মী সংখ্যা দ্বিগুণ এবং যুক্তরাজ্যের বাইরে কর্মী সংখ্যা বর্ধিত করা হবে। প্রসঙ্গত, এআরএম-এর বর্তমান চার হাজার কর্মীর মধ্যে এক হাজার ছয়শ'ই ব্রিটেনে কর্মরত।

অন্যদিকে ব্রিটেনের ট্রেজারি প্রধান ফিলিপ হ্যামন্ড সোমবার এক বিবৃতিতে এ চুক্তিকে স্বাগত জানান।