কোম্পানিটি বলেছে, ব্যবহারকারীদের “সত্যতা নিশ্চিত করতে” তৃতীয় পক্ষের কাছ থেকে ভেরিফিকেশন পদ্ধতিটি পর্যালোচনাও করবে তারা।
Published : 23 Apr 2025, 02:18 PM
ব্লু চেকমার্ক বা নীল চিহ্নের অফিসিয়াল ভেরিফিকেশন ব্যাজ আনার পরিকল্পনা করছে ব্লুস্কাই।
কোম্পানিটি বলেছে, এক আপডেটের মাধ্যমে ‘অথেনটিক অ্যান্ড নোটেবল’ অ্যাকাউন্টধারীদের নীল চিহ্নের ভেরিফিকেশন ব্যাজ দেওয়ার পরিকল্পনা করছে তারা। এর আওতায় কিছু ‘বিশ্বস্ত সংগঠন’ও তাদের কর্মীদের নীল চিহ্ন দেওয়ার সুযোগ পাবে।
এ পরিবর্তনটি প্ল্যাটফর্মের জন্য এক গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এখন পর্যন্ত একটি ডোমেইননির্ভর ভেরিফিকেশন সিস্টেমের ওপর নির্ভর করেছে কোম্পানিটি, যা ব্যবহারকারীদের কেবল তাদের সঙ্গে মেলে এমন বিভিন্ন ডোমেইনের হ্যান্ডেলকে পরিবর্তন করতে দিয়েছে। তবে এ পদ্ধতিটি অনেক জটিল ও ফেইক ব্যবহারকারীদের থেকে অপর্যাপ্ত সুরক্ষা দেওয়ার জন্য সমালোচিত হয়েছিল।
ব্লুস্কাইয়ের জনপ্রিয়তা বেড়ে যাওয়া ও আরও জনপ্রিয় ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে এ নিয়ে সমালোচনাও বেড়েছে।
যেমন– সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাম্প্রতিক সপ্তাহে ব্লুস্কাইয়ের ব্যবহার শুরু করেন। এ সময় তার হ্যান্ডেলটি কোনও কাস্টম ডোমেইনের ব্যবহার করেনি, যা নিয়ে অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে, ওবামার ওই অ্যাকাউন্টটি আসল ছিল কি না। এরপর ব্লুস্কাইয়ের কর্মীরা নিশ্চিত করেছেন, অ্যাকাউন্টটি আসল।
নিউ ইয়র্ক টাইমস এমনই একটি কোম্পানি ও পত্রিকা যারা এখন থেকে তাদের ব্লুস্কাই ব্যবহারকারী সাংবাদিকদের নীল চিহ্ন দিতে পারবে। তবে অন্যান্য সংগঠনগুলো এর আওতায় পারবে কি না তা জানায়নি ব্লুস্কাই।
কোম্পানিটি বলেছে, ব্যবহারকারীদের “সত্যতা নিশ্চিত করতে” তৃতীয় পক্ষের কাছ থেকে ভেরিফিকেশন পদ্ধতিটি পর্যালোচনাও করবে তারা।