যেখানে ডিসপ্লের সঙ্গে বেজেল মেলে, সেখানেই সমস্যার সূত্রপাত। কোনো কোনো ফোনে এই বেজেল ডিসপ্লের জোড়া ঠিকঠাক লাগছে না।
Published : 22 Jul 2023, 07:11 PM
অ্যাপলের আসন্ন ‘আইফোন ১৫ প্রো’ ডিভাইসের বাজারে আসা পেছাতে পারে, অথবা বাজারে প্রথমে স্বল্প সংখ্যক ফোন আসতে পারে – এমন খবর চাউর হয়েছে।
বিভিন্ন ফাঁস হওয়া তথ্য একসঙ্গে মেলালে যে চিত্রটি ভেসে ওঠে তা হচ্ছে, অক্টোবরের আগে এই ফোন বাজারে আসার তেমন সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাইট ‘দ্য ইনফর্মেশন’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সম্ভাব্য ঘাটতির পেছনে কিছুটা হলেও হাত থাকতে পারে ফোনের প্রিমিয়াম, প্রো ও প্রো ম্যাক্স মডেলের নতুন স্ক্রিন উৎপাদন থেকে তৈরি সমস্যা।
ফোনের যে অংশটি ডিসপ্লের বর্ডার হিসাবে কাজ করে সেটিকে বলা হয় বেজেল। এই বেজেলের আকার কমিয়ে আনতে কাজ করছে অ্যাপল। আর এটি করতে গিয়ে ফোনের উৎপাদন প্রক্রিয়া হয়ে উঠেছে ‘আগের চেয়ে জটিল ও কষ্টসাধ্য’।
ফলে, সূত্র বলছে, ফোনটি সময়মতো বাজারে এলেও এর চাহিদা পূরণে ঘাটতি দেখা দিতে পারে।
সূত্র অনুসারে, যেখানে ডিসপ্লের সঙ্গে বেজেল মেলে, সেখানেই সমস্যার সূত্রপাত। কোনো কোনো ফোনে এই বেজেল ডিসপ্লের জোড়া ঠিকঠাক লাগছে না। ফলে, অ্যাপল এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ এই অংশের নির্মাণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করছে।
একইসঙ্গে অ্যাপলকে নিশ্চিত করতে হচ্ছে সবগুলো কারখানাই যেন নতুন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করতে পারে।
‘ব্যাংক অফ আমেরিকা’র বৈশ্বিক গবেষণা বিভাগের এক গবেষণাপত্রে ফোনটির বাজারে আসা ‘কয়েক সপ্তাহ’ পিছিয়ে অক্টোবরে নেওয়ার ইঙ্গিত মেলার পরপরই খবরটি চাউর হল। ওই প্রতিবেদন লিখেছেন বিশ্লেষক ওয়ামসি মোহান। এর আগেও ২০২০ সালে আইফোন ১২ উন্মোচন পেছানো নিয়ে সঠিক ভবিষদ্বাণী করেছিলেন তিনি।
ওই বছর নির্ধারিত সময়ের চেয়ে এক মাস পিছিয়ে নতুন ফোনটি বাজারে এনেছিল অ্যাপল। সে সময় ১৩ অক্টোবর এক আয়োজনে ফোনটির প্রথম ঝলক দেখানোর পর ২৩ অক্টোবর ফোন বাজারে আনে কোম্পানিটি। আর ‘১২ মিনি’ ডিভাইসে সেটি গিয়ে ঠেকেছিল নভেম্বর পর্যন্ত।
দেখা গেছে, অ্যাপলের ফোন আনায় এই বিলম্বের সঙ্গে নতুন ডিজাইনের যোগসূত্র রয়েছে। আরও দুই বছর আগে উন্মোচিত ‘আইফোন এক্স’-এর বেলাতেও একই ঘটনা ঘটেছিল। তবে, ২০২০ সালে দেরির কারণ ছিল কোভিড লকডাউন।
গত বছর ‘আইফোন ১৪ প্লাস’ও অক্টোবর পর্যন্ত পেছায় অ্যাপল। তবে, এই শ্রেণির বাকি মডেলগুলো নির্ধারিত সময়েই এসেছে। তবে, এই সাশ্রয়ী ফোনটির মূল সংস্করণ বাজারে আসতে সময় লেগেছিল ওই বছরের ৮ অক্টোবর পর্যন্ত।
এ বছর সম্ভাব্য এই বিলম্বের মানে হচ্ছে, প্রথমত, ফোনের জন্য ব্যবহারকারীদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। আর অ্যাপলের ক্ষেত্রেও এটি ব্যপক প্রভাব ফেলতে পারে। কারণ, দেরির ফলে ফোনটি তালিকাভূক্ত হবে বছরের চতুর্থ প্রান্তিকে, অ্যাপলের ক্যালেন্ডার অনুসারে যা গিয়ে গড়াবে পরের বছরের এন্ট্রি হিসাবে।
অ্যাপলের বাণিজ্যিক বছর শুরু হয় অক্টোবর মাস থেকে। ফলে, দেরিতে আসা নতুন ফোনের লাভ গিয়ে উঠবে পরের বছরের হিসাবে।