স্টোরেজ কম থাকলে, বা ফেইসবুক অ্যাপ ব্যবহারে কোনো সমস্যার মুখোমুখি হলে শুধু তখনই ক্যাশ ফাইল মুছে ফেলার বিষয়টি বিবেচনা করতে পারেন।
Published : 17 Dec 2024, 05:04 PM
ফোনের ক্যাশ ফাইল মুছে ফেলার বেশ কিছু সুবিধা আছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ফেইসবুকের ক্ষেত্র। ট্রেন্ড ও বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনেকেই এটি ব্যবহার করেন। ফলে, ঘন ঘন অ্যাক্সেস করা তথ্য ক্যাশ ডেটা হিসেবে লোকাল স্টোরেজে সংরক্ষিত হয়। ক্যাশ একটি নির্দিষ্ট জায়গায় অস্থায়ী ফাইল সংরক্ষণ করে অ্যাপের লোডিং সময় এবং ডেটা ব্যবহার কমায়।
সবসময় অবশ্য অ্যাপের ক্যাশ ফাইল মুছে ফেলার দরকার হয় না। স্টোরেজ কম থাকলে, বা ফেইসবুক অ্যাপ ব্যবহারে কোনো সমস্যার মুখোমুখি হলে শুধু তখনই ক্যাশ ফাইল মোছার বিষয়টি বিবেচনা করতে পারেন। আবার বছরের পর বছর ক্যাশ ডেটা ক্লিয়ার না করলেও সেটি করতে পারেন।
এ ছাড়া, ফেইসবুক ফিড লোড না হলে, কেবল পুরনো কনটেন্ট দেখলেও ক্যাশ ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন। কীভাবে অ্যান্ড্রয়েড ও আইফোনে ক্যাশ ফাইল মুছে ফেলবেন সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
অ্যান্ড্রয়েড ফোনে
১. প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস মেনুতে যান।
২. এরপর ‘অ্যাপস’ বা ‘অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন’ অপশনটি বেছে নিন।
৩. স্ক্রল করে ফেইসবুক খুঁজে বের করুন, বা ওপরের সার্চ বার থেকেও ফেইসবুক খুঁজে নিতে পারেন।
৪. ‘ফেইসবুক’ অপশনে চাপুন।
৫. ‘স্টোরেজ’ বা ‘স্টোরেজ অ্যান্ড ক্যাশ’ অপশনটি বেছে নিন।
৬. সবশেষে ‘ক্লিয়ার ক্যাশ’ অপশন বেছে নিলেই হয়ে যবে।
আইফোনে
আইফোনে সরাসরি সেটিংস থেকে অ্যাপের ক্যাশ ফাইল মুছে ফেলার সুযোগ নেই। তবে, কেউ চাইলে অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করার মাধ্যমে কাজটি করতে পারেন।
১. হোম স্ক্রিন থেকে সেটিংস অ্যাপে যান। এরপর ‘জেনারেল’ অপশনটি বেছে নিন।
২. ‘আইফোন স্টোরেজ’ অপশনে চাপুন।
৩. তালিকা থেকে ‘ফেইসবুক’ অ্যাপটি বেছে নিন।
৪. এরপর ‘ডিলিট অ্যাপ’ অপশনটি বেছে নিন। আবার ‘ডিলিট’ চেপে নিশ্চিত করুন। এটি ফেইসবুকের অ্যাপ আনইনস্টল করবে ও ক্যাশ ফাইল মুছে ফেলবে।
৫. অ্যাপস্টোর থেকে ফেইসবুক অ্যাপটি পুনরায় ইনস্টল করুন। এরপর স্বাভাবিকভাবে অ্যাপটি ব্যবহার করুন।