শনিবার সকালের মধ্যে ব্রাজিলের কিছু ব্যবহারকারী জানিয়েছেন, এক্স প্ল্যাটফর্মটিতে আর প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
Published : 31 Aug 2024, 04:05 PM
সম্প্রতি ব্রাজিলে নিষিদ্ধ হল ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
দেশটিতে আইনি বিষয়ে প্রতিনিধির নাম দেওয়া বা নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারকের বেঁধে দেওয়া সময়সীমা পূরণ করতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলে নিষিদ্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে।
আদালতের সব আদেশ না মানা ও জরিমানা পরিশোধ না করা পর্যন্ত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটিকে ‘অবিলম্বে ও পুরোপুরি বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন বিচারক আলেকজান্দ্রে দে মোরেস।
এই দ্বন্দ্বের শুরু গত এপ্রিলে, সে সময় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে কয়েক ডজন এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেন বিচারক।
গত কয়েক বছর ধরেই শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে বিভিন্ন দেশ সম্ভাব্য আইনি জটিলতায় কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য কাউকে স্থায়ী নিয়োগ করার শর্ত জুড়ে দিচ্ছে।
এ রায়ের প্রতিক্রিয়ায় এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, “বাক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি ও ব্রাজিলের একজন অনির্বাচিত মেকি বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে একে ধ্বংস করছেন।”
দেশটির ২০ কোটি নাগরিকের মধ্যে অন্তত দুই কোটি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এদিকে শনিবার সকালের মধ্যে ব্রাজিলের কিছু ব্যবহারকারী জানিয়েছেন, এক্স প্ল্যাটফর্মটিতে আর প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
এ মাসের মাসের শুরুর দিকে ব্রাজিলে নিজেদের অফিস বন্ধ করে দেয় এক্স। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলেছে, তাদের প্রতিনিধিকে হুমকি দেওয়া হয়েছে যে, ‘সেন্সরশিপ’ হিসাবে উল্লেখ করা বিভিন্ন আদেশ না মানলে তাকে গ্রেপ্তার করা হবে এবং ব্রাজিলের আইনে এটি অবৈধ।
এর আগে বিচারপতি মোরেস আদেশ দিয়েছিলেন, সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর অনেক সমর্থক মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অভিযুক্ত এক্স অ্যাকাউন্টগুলো তদন্তাধীন থাকা অবস্থায় অবশ্যই ব্লক করতে হবে।
তিনি বলেন, এর মধ্যে কোনো অ্যাকাউন্ট পুনরায় চালু করা হলে এজন্য দায়ী করা হবে এক্স-এর আইনি প্রতিনিধিকে।
আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এক্স-এর বিবাদে জড়িয়ে পড়া ও এ মাসের মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়া এই প্রযুক্তি ধনকুবেরের ধারাবাহিক বিরোধের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দেশটিতে এক্স প্ল্যাটফর্মটিকে আটকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিলের টেলিযোগাযোগ সংস্থার প্রধানকে। তিনি বলেছেন, প্লাটফর্মটি বন্ধের জন্য ‘সম্মতি নিয়ে এগিয়ে যাচ্ছি’।
অ্যাপল ও গুগলের মতো কোম্পানিকে নিজেদের অ্যাপ স্টোর থেকে এক্স প্লাটফর্মটিকে সরিয়ে নিতে এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সিস্টেমে এর ব্যবহার বন্ধ করতে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি মোরেস।
মোরেস বলেন, ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) এর মতো মাধ্যম ব্যবহার করে এক্স-এ প্রবেশ করা ব্যক্তি বা ব্যবসাকে দিনপ্রতি ৫০ হাজার রিঙ্গিত (আট হাজার নয়শ ২০ ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে।
বিচারকের আদেশ অনুসারে, দেশটিতে একজন নতুন আইনী প্রতিনিধির নাম না দেওয়া ও ব্রাজিলের আইন লঙ্ঘনের জন্য জরিমানা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এর আগের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এক্স জানিয়েছে, তারা এ দাবি মানবে না।
“আমরা ধারণা করছি, বিচারক আলেকজান্দ্রে দে মোরেস শিগগিরই ব্রাজিলে এক্স বন্ধ করে দেওয়ার আদেশ দেবেন। কারণ আমরা তার রাজনৈতিক বিরোধীদের উপর সেন্সর আরোপের অবৈধ আদেশ মেনে চলবো না।”
“এখানে যে মৌলিক বিরোধ সেটি হচ্ছে, বিচারক ডি মোরেসের চাইছেন, আমরা ব্রাজিলের নিজস্ব আইন ভাঙি। সেটি আমরা করব না।”