নিখুঁত ছবি পেতে অনেকেই একাধিক ছবি তুলে থাকেন। এরপর বাড়তি ছবি ডিলিট না করলে সেগুলো জমা হতে থাকে আইফোনে বা আইক্লাউডে।
Published : 10 Nov 2024, 04:34 PM
বর্তমানে ক্যামেরা হল আইফোনের অন্যতম ব্যবহার হওয়া এক ফিচার। খুব সহজেই যে কোনো স্মৃতি ধরে রাখতে ফোন থেকে ছবি তোলে মানুষ।
আর নিখুঁত ছবি পেতে অনেকেই একাধিক ছবি তুলে থাকেন। এরপর বাড়তি ছবি ডিলিট না করলে সেগুলো জমা হতে থাকে আইফোনে বা আইক্লাউডে। এতে দখল হতে পারে স্টোরেজ-এর মূল্যবান জায়গা।
ভালো খবর হল, আইফোনে এ সমস্যার একটি সহজ সমাধান আছে, যা অ্যাপল আইওএস ১৬ বা এর পরের সংস্করণে যোগ করেছে।
২০২২ সালে অ্যাপল নিজেদের “ডুপ্লিকেট ডিটেকশন” ফিচারটি চালু করেছে, এবং এটি নামের মতই কাজ করে। টুলটি ডিভাইসের এআই ব্যবহার করে অভিন্ন বা একইরকম ছবি শনাক্ত করে, ফটো অ্যাপে আলাদা একটি অ্যালবাম আকারে সাজাতে পারে।
কীভাবে ফিচারটি ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। শুরু করার আগে নিশ্চিত করুন, আইক্লাউড সিংক অপশন চালু রয়েছে।
১. প্রথমেই আইফোনের ফটোজ অ্যাপ চালু করুন।
২. স্ক্রিনের নিচ থেকে ‘অ্যালবামস’ ট্যাবটি বেছে নিন।
৩. নিচে স্ক্রল করে ‘ইউটিলিটিজ’ বিভাগে যান, এরপর ‘ডুপ্লিকেটস’ অপশনে চাপুন। এখান থেকেই আইফোনে সব ডুপ্লিকেট ছবি দেখতে পারবেন। একটি একটি করে বা একসঙ্গে সব ছবি ডিলিট করতে করার সুযোগ রয়েছে।
৪. কয়েকটি ছবি ডিলিট করার জন্য, স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘সিলেক্ট’ অপশনে চাপুন।
৫. সব ছবি একসঙ্গে ডিলিট করার জন্য ‘সিলেক্ট অল’ অপশনে চাপুন।
৬. আলাভাবে ডুপ্লিকেট ছবি মুছতে চাইলে ওপরে স্ক্রল করে, যে ছবির ডুপ্লিকেট ডিলিট করতে চান তার ওপরে ‘মার্জ’ অপশনে চাপুন। এরপর, ‘মার্জ কপিস’ অপশনে চেপে ডুপ্লিকেট ডিলিট করুন। একইভাবে অন্য ছবির ডুপ্লিকেটও ডিলিট করা যাবে।
মার্জ করলে ছবির সেরা বা নিখুঁত সংস্করণই গ্যালারিতে থাকে। আর ডুপ্লিকেট ছবিগুলো ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডারে চলে যায়।