“আমরা দেখিয়েছি, হাইড্রোজেল শুধু ‘পং’ খেলতেই পারে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজের খেলার সক্ষমতাও উন্নত করতে পারে।”
Published : 24 Aug 2024, 11:08 AM
সম্প্রতি এক টুকরো জেলজাতীয় উপাদানকে ‘পং’ গেইম শেখানোর দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এটি যুগান্তকারী এক অগ্রগতি।
গবেষকরা বলছেন, সাধারণ হাইড্রোজেল, যা নরম ও নমনীয় ধাঁচের একটি উপাদান, তা এই গেইম খেলতে ও শিখতে পেরেছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও অগ্রগতি দেখিয়েছে।
আপাতদৃষ্টিতে এটি বিভিন্ন জড় পদার্থ এবং বস্তুর প্রচলিত ব্যবহার ও বোঝার উপায়ে বড় পরিবর্তন আনার সম্ভাবনা দেখাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
“আমাদের গবেষণায় দেখা গেছে, খুব সাধারণ উপাদানও জটিল, অভিযোজিত আচরণ দেখাতে পারে, যার যোগসূত্র থাকে সাধারণত কোনো জীবন্ত ব্যবস্থা বা এআই প্রযুক্তির সঙ্গে,” বলেন এ গবেষণায় নেতৃত্ব দেওয়া ‘ইউনিভার্সিটি অফ রিডিং’-এর গবেষক ইয়শিকাতসু হায়াশি।
“এতে বিভিন্ন এমন নতুন ধরনের ‘স্মার্ট’ উপাদান বিকাশের সম্ভাবনা বেড়েছে, যেগুলো নিজেদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নতুন কিছু শিখতে পারে।”
গবেষকরা বিশ্বাস করেন, এ শেখার ব্যবস্থাটি তৈরি হয় হাইড্রোজেলে থাকা চার্জযুক্ত কণার গতিবিধি থেকে। এগুলো বৈদ্যুতিক উদ্দীপনার বিপরীতে পরিবর্তিত হয়, যার ফলে এদের মধ্যে এক ধরনের স্মৃতি থেকে যায়।
“আইকনিক হাইড্রোজেল থেকে বিভিন্ন জটিল নিউরাল নেটওয়ার্কের মতো একই ধরনের ‘মেমরি মেকানিক্স’ অর্জন করা যেতে পারে,” বলেন এ গবেষণার প্রথম লেখক ও ইউনিভার্সিটি অফ রিডিংয়ের রোবটিক্স প্রকৌশলী ভিনসেন্ট স্ট্রং।
“আমরা দেখিয়েছি, হাইড্রোজেল শুধু ‘পং’ খেলতেই পারে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজের খেলার সক্ষমতাও উন্নত করতে পারে।”
এর আগে বিজ্ঞানীরা খুঁজে পান, মস্তিষ্কের কোষকে একটি থালার মধ্যে বসিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সেটিও পং গেইম খেলার সক্ষমতা অর্জন করতে পারে।
নতুন গবেষণায় ইঙ্গিত মিলেছে, এই একই ‘ফিডব্যাক লুপ’ একইভাবে একটি কৃত্রিম ব্যবস্থায় কাজ করতে পারে।
এতে করে এই প্রক্রিয়াকে বিভিন্ন নতুন ধরনের এআই ব্যবস্থায় সমন্বিত করার সম্ভাবনা জেগেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকটা মস্তিষ্কের গঠনপ্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করে। তাই এ প্রক্রিয়া থেকে প্রকৌশলীরা হাইড্রোজেলের মতো সাধারণ সিস্টেম ব্যবহার করে নতুন ধরনের ‘বুদ্ধিমত্তা’ উদ্ভাবন করতে পারেন, এমন সম্ভাবনাও আছে।
এ কাজের বিস্তারিত উঠে এসেছে ‘ইলেক্ট্রো-অ্যাক্টিভ পলিমার হাইড্রোজেলস এক্সিবিট ইমার্জেন্ট মেমোরি হোয়েইন এমবডিড ইন এ সিম্যুলেটেড গেইম-এনভায়রনমেন্ট’ শীর্ষক নিবন্ধে, যা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সেল রিপোর্টস ফিজিকাল সায়েন্স’-এ।