এ বছরের ডিসেম্বরে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ এআই মডেল আনার পরিকল্পনা করছে ওপেনএআই। একই মাসে নিজেদের পরবর্তী জেমিনাই ২.০ মডেল প্রকাশের লক্ষ্য রয়েছে গুগলেরও।
Published : 28 Oct 2024, 05:33 PM
এই শীতে আরও জোরালো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রতিযোগিতা। শিগগিরই জেমিনাই-এর নতুন মডেল প্রকাশ করতে চলেছে গুগল।
এ বছরের ডিসেম্বরে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ এআই মডেল আনার পরিকল্পনা করছে ওপেনএআই। একই মাসে নিজেদের পরবর্তী জেমিনাই ২.০ মডেল প্রকাশের লক্ষ্য রয়েছে গুগলেরও।
টেক জায়ান্টটির এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। এআই প্রতিযোগিতায় একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ওপেনএআই ও গুগল।
এ ছাড়াও, ইলন মাস্কের এক্সএআই, মেটা ও অ্যানথ্রোপিক-এর মতো প্রযুক্তি কোম্পানিও তাদের পরবর্তী বিভিন্ন এআই মডেল আনার জন্য রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান পরিকল্পনা করছেন তার ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে জিপিটি-৪-এর উত্তরসূরি আনার। এরইমধ্যে বিভিন্ন সূত্র বলছে, এর আগেই নিজেদের জেমিআই’য়ের পরবর্তী সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে গুগলের।
জেমিনাই’য়ের নতুন মডেল তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন গুগলের এআই কোম্পানি ‘ডিপমাইন্ড টেকনোলজিস’-এর নির্বাহী প্রধান ডেমিস হাসাবিস।