এ যৌথ উদ্যোগের অংশ হিসেবে ‘হোম-টু-কার’ ও ‘কার-টু-হোম’-এর মতো পরিষেবাগুলোয় একসঙ্গে কাজ করবে কোম্পানি দুটি।
Published : 06 Jan 2024, 03:41 PM
হুন্দাই ও কিয়া মটর্সের গাড়ি সংশ্লিষ্ট পরিষেবায় স্যামসাংয়ের স্মার্ট হোম অ্যাপ ‘স্মার্টথিংস’ যোগ করতে জোট বাঁধছে স্যামসাং ও হুন্দাই।
কোম্পানি দুটির এই উদ্যোগের বিষয়টি বৃহস্পতিবার উঠে এসেছে স্যামসাংয়ের এক ব্লগ পোস্ট ও হুন্দাইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, কিয়া মটর্সের মালিক কোম্পানি হচ্ছে হুন্দাই।
এ যৌথ উদ্যোগের অংশ হিসেবে ‘হোম-টু-কার’ ও ‘কার-টু-হোম’-এর মতো পরিষেবাগুলোয় একসঙ্গে কাজ করবে কোম্পানি দুটি, যা একটি সমন্বিত ‘হোম এনার্জি’ ব্যবস্থাপনামূলক সেবা হিসেবেও কাজ করবে বলে জানিয়েছে স্যামসাং।
এর মানে দাঁড়ায়, স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারী বাড়ি থেকেই গাড়ির এয়ার কন্ডিশনিং বা জানালা নিয়ন্ত্রণ করার সুবিধা পাবেন। এ ছাড়া, গাড়িতে থাকার সময় বাড়ির টিভি বা এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণের সুবিধাও মিলবে এতে। এ ছাড়া, নিজের গাড়িকে ‘স্মার্টথিংস রুটিন’-এর আওতায় আনার সুযোগও মিলবে।
এ যৌথ উদ্যোগের কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তাই, স্যামসাং ও হুন্দাইয়ের পরিবেশে সময় কাটানোর আগে গ্রাহককে সম্ভবত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
এদিকে, হুন্দাই/কিয়া গাড়ির কোন কোন মডেলে স্মার্টথিংস অ্যাপটি চালানো যাবে, তা এখনও পরিষ্কার নয়। তবে হুন্দাই বলছে, তারা কিয়া মটর্সের সঙ্গে একটি ‘নির্ভরযোগ্য ও সেবামূলক ইনফোটেইনমেন্ট ব্যবস্থা’ তৈরি করছে। আর সেইসব ফিচার তাদের প্রচলিত গাড়িগুলোতে যোগ করা হবে ‘ওটিএ (ওভার দ্য এয়ার)’ ও ইউএসবি-ভিত্তিক আপডেটের মাধ্যমে।