তিনি আরও যোগ করেন, নির্বাচনে আবার জিতলে তিনি ইইউ’কে অ্যাপলের মতো বিভিন্ন মার্কিন কোম্পানির বিরুদ্ধে ‘জরিমানা করার সুযোগ’ দেবেন না।
Published : 19 Oct 2024, 03:05 PM
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের দাবি, ইউরোপীয় ইউনিয়নে অ্যাপলের কয়েকশ কোটি ডলার জরিমানার বিষয়টি নিয়ে আলোচনা করতে কোম্পানির সিইও টিম কুক তাকে কল দিয়েছিলেন।
বৃহস্পতিবার ইউটিউবে সম্প্রচারিত ‘পিবিডি পডকাস্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি আরও যোগ করেন, নির্বাচনে আবার জিতলে তিনি ইইউ’কে অ্যাপলের মতো বিভিন্ন মার্কিন কোম্পানির বিরুদ্ধে ‘জরিমানা করার সুযোগ’ দেবেন না।
“দুই থেকে তিন ঘণ্টা আগেও তিনি (কুক) আমাকে কল দিয়েছেন,” বলেন ট্রাম্প।
“তিনি বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন মাত্রই আমাদেরকে দেড় হাজার কোটি ডলার জরিমানা করেছে’। এর মধ্যেও অতিরিক্ত দুইশ কোটি ডলার জরিমানা করেছে সংস্থাটি।”
মার্চে মিউজিক স্ট্রিমিং অ্যাপে নিজস্ব আধিপত্য ব্যবহারের অভিযোগ তুলে অ্যাপলকে প্রায় দুইশ কোটি ডলার জরিমানা করেছিল ইইউ। পরবর্তীতে, অ্যাপলের বিরুদ্ধে এক হাজার চারশ ৪০ কোটি ডলার বকেয়া ট্যাক্সের অভিযোগ থাকা এক মামলাতেও জিতেছে সংস্থাটি।
“তিনি (কুক) একটা কথা বলেছেন, যা আমার কাছে রোমাঞ্চকর মনে হয়েছে। তা হল, তারা ওই অর্থ ব্যবহার করছে নিজস্ব ব্যবসা চালাতে। এর মানে, গোটা ইউরোপই তাদের ব্যবসার জায়গা।”
“আমি তাকে বলেছি, এটা অনেক বড় জরিমানা…কিন্তু টিম, আমাকে প্রথমে নির্বাচনে জয়ী হতে হবে। আমি তাদেরকে আমাদের বিভিন্ন কোম্পানি থেকে সুযোগ নিতে দেব না। আপনি জানেন, আমার নেতৃত্বে এমনটা ঘটবে না।”
এ প্রসঙ্গে প্রযুক্তি সাইট ভার্জ অ্যাপলের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
কলটি আদৌ সত্য হয়ে থাকলে, কুকই সর্বশেষ শীর্ষ কোনো কোম্পানির নির্বাহী, যিনি নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এ সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুগলের সার্চ ইঞ্জিনে তার বিরুদ্ধে দেখানো সকল ‘নেতিবাচক গল্প’ নিয়ে তিনি কোম্পানির সিইও সুন্দার পিচাইয়ের সঙ্গে কথা বলেছেন।
সম্প্রতি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের এক র্যালিতে কথা বলেছেন ইলন মাস্কও। এ ছাড়া, এই গ্রীষ্মে মেটা সিইও মার্ক জাকারবার্গও ট্রাম্পকে ‘কয়েকবার’ কল দিয়েছিলেন বলে দাবি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।